ব্যাংকক গ্লাসের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

অনুশীলনে জাতীয় দললাওস ম্যাচের আগে সর্বশেষ আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ। থাইল্যান্ডের প্রিমিয়ার লিগের অন্যতম দল ব্যাংকক গ্লাস এফসির মুখোমুখি হচ্ছে মামুনুলরা।  দ্বিতীয় প্রস্তুতি এই ম্যাচে ভালো করার লক্ষ্য টিম ম্যানেজমেন্টের।  খেলাটি অনুষ্ঠিত হবে শুক্রবার বাংলাদেশ সময় বিকাল ৪টায়।

থাইল্যান্ড সফররত জাতীয় ফুটবল দল প্রথম ম্যাচে শেষ মুহূর্তের গোলে হেরেছিল স্বাগতিকদের রাচাবুড়ি মিতর ফল এফসির কাছে।  ৮৯ মিনিটে কর্নার থেকে হেডে গোল হজম করে ম্যাচ হারতে হয়েছে লাল-সবুজদের। সেই ম্যাচে অস্ট্রেলিয়ান কোচ অ্যান্ড্রু ওর্ড প্রায় সবাইকে পরখ করেছেন। আজও তার ব্যতিক্রম হবে না। বরং আজ একাদশে নামবেন আগের ম্যাচে যারা শেষ দিকে নেমেছিলেন।

ব্যাংকক থেকে জাতীয় দলের ম্যানেজার সত্যজিৎ দাশ রুপু বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে কোচ সবাইকে আবারও পরখ করতে চাইছেন।  লাওস ম্যাচের আগে দলের সবার কী অবস্থা, তা দেখে নিতেই সবাইকে খেলাবেন।  যাতে লাওস ম্যাচের আগে একাদশ চূড়ান্ত করা যায়।’

রাচাবুড়ি এফসির চেয়ে ব্যাংকক গ্লাস এফসি লিগের পয়েন্ট তালিকায় কয়েক ধাপ এগিয়ে আছে।  অন্যতম শক্তিশালী দল তারা।  দলটিতে স্পেনের কোচ ছাড়াও আছে একাধিক বিদেশি খেলোয়াড়। স্পেন, মালয়েশিয়া,গিনি ও অস্ট্রেলিয়ার খেলোয়াড় আছে তাদের রিজার্ভ বেঞ্চে।