কেন উইলিয়ামসনের রেকর্ড গড়া সেঞ্চুরি

নিউজিল্যান্ডের হয়ে সর্বাধিক সেঞ্চুরির তালিকায় শীর্ষে উঠে এসেছেন কেন উইলিয়ামসনঅকল্যান্ডে দিবা-রাত্রির টেস্টের প্রথম দিনে ব্যাটে বলে দাপট ছিল নিউজিল্যান্ডের। যদিও দ্বিতীয় দিনে তাদের সেই দাপট ছাপিয়ে আলোচনায় ছিল বৃষ্টি। বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় দিনে কিউইদের হয়ে সর্বাধিক টেস্ট সেঞ্চুরির রেকর্ড নিজের করে নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। তার সেঞ্চুরিতে ভর করে ১৭১ রানের লিড নিয়েছে কিউইরা। নিউজিল্যান্ড ৪ উইকেটে ২২৯ রানে দ্বিতীয় দিন শেষ করেছে।

বৃষ্টির বাগড়ায় খেলা হয়েছে মাত্র ২৩.১ ওভার। খেলা হয়নি ৯০ মিনিটের মতো। এর আগে বাজে আবহাওয়ার মাঝেই দুপুরে ১৮তম টেস্ট সেঞ্চুরি তুলে নিয়ে নিউজিল্যান্ডের টেস্ট ইতিহাসে সর্বাধিক সেঞ্চুরির রেকর্ড গড়েন কেন উইলিয়ামসন। পেছনে ফেলেছেন কিংবদন্তি মার্টিন ক্রো ও রস টেলরকে।

উইলিয়ামসন চা বিরতির পরই ফিরে গেছেন সেঞ্চুরি করে। নতুন বলে অ্যান্ডারসনের ওভারে এলবিডাব্লিউ হয়ে ফিরেছেন ১০২ রানে। তাকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন অ্যান্ডারসন। দিনে এই একটি সফলতা ছিল ইংল্যান্ডের। ভেজা আবহাওয়ায় কিছুটা সুইং পাচ্ছিলেন অ্যান্ডারসন। আগের দিন অপরাজিত থাকা নিকোলস ৪৯ রান নিয়ে ক্রিজে আছেন। তার সঙ্গে ১৭ রানে অপরাজিত রয়েছেন বিজে ওয়াটলিং।

নিউজিল্যান্ডের সর্বাধিক টেস্ট সেঞ্চুরিয়ান যারা

১. কেন উইলিয়ামসন - ১৮টি

২. রস টেলর-১৭টি

২. মার্টিন ক্রো-১৭

৩. স্টিফেন ফ্লেমিং-৯টি