এশিয়ান ইয়ুথ দাবায় খুশবুর স্বর্ণ

মাঝে খুদে তারকা ওয়ারসিয়া খুশবু ও বামে ফাহাদ রহমান, ডানে কোচ। এশিয়ান ইয়ুথ দাবা চ্যাম্পিয়নশিপের ব্লিৎজ ইভেন্টে ১টি স্বর্ণ ও ১টি ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশ। বাংলাদেশের ওয়ারসিয়া খুশবু ওপেন অনূর্ধ্ব-৬ গ্রুপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণ পদক জিতেছেন। আর অনূর্ধ্ব-১৮ গ্রুপে ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান তৃতীয় স্থান পেয়ে ব্রোঞ্জ পদক জিতেছেন।

থাইল্যান্ডে চিয়াং মাই শহরে হওয়া এই টুর্নামেন্টে অনূর্ধ্ব-৬ গ্রুপে ওয়ারসিয়া খুশবু ৭ খেলায় পূর্ণ ৭ পয়েন্ট এবং ওপেন অনূর্ধ্ব-১৮ গ্রুপে ফিদে মাস্টার ফাহাদ ৯ খেলায় সাড়ে ছয় পয়েন্ট অর্জন করেন। অনূর্ধ্ব-৬ গ্রুপে মঙ্গোলিয়ার তুভসিনতুলগা তুমুরচুদুর রৌপ্য ও মঙ্গোলিয়ার ইয়ালগুন মাইয়াগমারইয়াভ ব্রোঞ্জ পান। অনূর্ধ্ব ১৮ গ্রুপে ভারতের ফিদে মাস্টার মিত্রভা গুহ স্বর্ণ ও চিনের ফিদে মাস্টার জু ঝিহাং রৌপ্য পদক পান।

ওপেন অনূর্ধ্ব-১৬ গ্রুপে সুব্রত বিশ্বাস ৯ খেলায় সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে দশম, ওপেন অনূর্ধ্ব-১২ গ্রুপে স্বর্নাভো চৌধুরী ৯ খেলায় ৪ পয়েন্ট নিয়ে ৩৯তম, ওপেন অনূর্ধ্ব-৮ গ্রুপে মনন রেজা নীড় ৯ খেলায় ৫ পয়েন্ট পেয়ে ২৪তম, বালিকা অনূর্ধ্ব-১৪ গ্রুপে নোশিন আঞ্জুম ৯ খেলায় ৪ পয়েন্ট নিয়ে ২৫তম এবং বালিকা অনূর্ধ্ব-১৬ গ্রুপে জান্নাতুল ফেরদৌস ৯ খেলায় ৩ পয়েন্ট পেয়ে ৩০তম হন।