আইপিএল শেষ কামিন্সের



প্যাট কামিন্স।গত বছর অনেক চাপ গেছে প্যাট কামিন্সের। টানা খেলতে থাকায় এই ধকল সামলাতে পারেননি শেষ পর্যন্ত। তাই পিঠের ইনজুরি নিয়ে ছিটকে গেছেন আইপিএল থেকে। তার না থাকায় বড় ধাক্কা খেলো মুম্বাই ইন্ডিয়ান্স।

গত বছর টানা ১৩টি টেস্ট খেলেছেন কামিন্স। দক্ষিণ আফ্রিকা সফর থেকে এখন পর্যন্ত চোটগ্রস্ত হয়ে ছিটকে গেছেন আরও দুজন। এরা হলেন-মিচেল স্টার্ক ও কাগিসো রাবাদা। তাদের ছাড়া ফাফ দু প্লেসিসও রয়েছেন চোটের তালিকায়। যিনি খেলছেন চেন্নাই সুপার কিংসে।

প্যাট কামিন্সের এই চোট চলছিল বেশ কিছুদিন ধরে। এ নিয়ে অস্ট্রেলিয়ার ফিজিও ডেভিড বেকলি জানান, ‘কামিন্সের পিঠে কিছু ব্যথা রয়েছে। বিশেষ করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চতুর্থ টেস্টের পর থেকে এমন হচ্ছিল। স্ক্যানের পর বিষয়টি আরও নজরে আসে। তাই সুস্থতা ফিরে পেতে তাকে আইপিএল থেকে সরিয়ে নেওয়া হয়েছে।’

তিনি আরও যোগ করেন, ‘ওর কিছুদিন পুনর্বাসনের মধ্য দিয়ে যেতে হবে। কয়েক সপ্তাহ পর তার চোটের সবশেষ অবস্থা জানতে আবারও স্ক্যান করানো হবে।’

অস্ট্রেলিয়ার গত গ্রীষ্মকালীন মৌসুম থেকে এখন পর্যন্ত ৪৪৭.৫ ওভার বল করেছেন কামিন্স। দক্ষিণ আফ্রিকা সফরে দল বাজে ফর্মে থাকলেও দুর্দান্ত ফর্মে ছিলেন এই পেসার। নিয়েছেন ২২ উইকেট।