কেন্দ্রীয় চুক্তিতে নেই স্মিথ-ওয়ার্নার

স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নারস্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নাররা নিষিদ্ধ হওয়ায় কপাল খুলেছে টিম পেইনের। গত বছর যেই ক্রিকেটার কেন্দ্রীয় চুক্তিতেই ছিলেন না তাকে এবার চুক্তির আওতায় এনেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

বল টেম্পারিং ইস্যুতে নিষিদ্ধ হয়ে স্মিথ, ওয়ার্নার এবং ব্যাটক্রফট অবশ্য এই চুক্তি পাচ্ছেন না এবার। তার মানে পুরোপুরি বেকার! এই তিন ক্রিকেটার না থাকায় নতুন কিছু মুখ রেখেছে সিএ। এরা হলেন- উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারেই, কেন রিচার্ডসন, অ্যান্ড্রু টাই, ঝাই রিচার্ডসন ও অলরাউন্ডার মার্কাস স্টোইনিস। এদের মাঝে পেইন অবশ্য সীমিত ওভারের ম্যাচে নিয়মিত থাকবেন না।

নতুনদের কেন্দ্রীয় চুক্তি প্রসঙ্গে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের নির্বাচক ট্রেভর হনস জানান, ‘যারা চুক্তি পেয়েছে তাদের জন্য বিষয়টা দারুণ। ওরা সবাই এই তালিকায় স্থান পাওয়ার যোগ্য।’

চুক্তিবদ্ধ ক্রিকেটার যারা (২০১৮-১৯ মৌসুম): অ্যাস্টন অ্যাগার, অ্যালেক্স ক্যারেই, প্যাট কামিন্স, অ্যারন ফিঞ্চ, পিটার হ্যান্ডসকম্ব, জশ হ্যাজেলউড, ট্র্যাভিস হেড, উসমান খাজা, নাথান লায়ন, গ্লেন ম্যাক্সওয়েল, শন মার্শ, মিচেল মার্শ, টিম পেইন, ম্যাথু রেনশ, ঝাই রিচার্ডসন, কেন রিচার্ডসন, বিলি স্ট্যানলেক, মিচেল স্টার্ক, মার্কাস স্টোইনিস ও অ্যান্ড্রু টাই।