নিজের বাসাতেই ‘নির্মাণ শ্রমিক’ ওয়ার্নার!

শ্রমিকের মতো কাজ করছেন ওয়ার্নারবল টেম্পারিংয়ের খলনায়ক হয়ে নিষিদ্ধ আছেন ডেভিড ওয়ার্নার। এমন পরিস্থিতিতেও টেম্পারিং ছাড়েননি সাবেক ভাইস ক্যাপ্টেন! শুনে অবাক হওয়ারই কথা। তবে এবার বল টেম্পারিং নয়। নিজের নির্মাণাধীন বাড়ির ওয়াল টেম্পারিং করছেন শ্রমিক ওয়ার্নার!

বল টেম্পারিংয়ের ঘটনার পর থেকে বিচ্ছিন্ন জগতে বাস করছেন সাবেক অস্ট্রেলীয় তারকা। সব কিছু থেকে নিজেকে দূরে রাখছেন বলে খবর ভেসে বেড়াচ্ছিল। এমন নেতিবাচক খবরের মাঝে মিসেস ওয়ার্নার চমক দেখালেন কিছু ছবি ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে।

বাবার সঙ্গে কাজে লেগে পড়েছে দুই মেয়েএকই সঙ্গে ওয়ার্নারের একটি ভিডিও পাওয়া গেছে। তাতে নিজেদের নির্মাণাধীন বাড়ির কাজ করতে দেখা গেছে ডেভিড ওয়ার্নারকে।সিডনির শহরতলী মারোবরায় সমুদ্রের পার ঘেঁষে তৈরি হচ্ছে তার সুউচ্চ বাড়ি। এই জায়গাটি ওয়ার্নার কিনেছেন ২০১৫ সালে।  ৯০০ স্কয়ার মিটার জায়গা কিনেছিলেন ৪ মিলিয়ন ডলারে।  এবার পুরনো স্থাপনার জায়গায় নতুন করে ৫ তলা বাড়ি তৈরির কাজ করছেন ওয়ার্নার।

বোঝাই যাচ্ছে, এতদিন সাদা কলার পরে থাকা অস্ট্রেলিয়ান এবার ঝুঁকে পড়েছেন শ্রমিকদের কাজে (ব্লু কলার জবে)! তাতে তার সঙ্গী দুই মেয়েও। ওয়ার্নারের হ্যাটে কালো মার্কারে লেখা ছিল কিছু কথা। ক্রিকেট ছেড়ে এখন নিজের বাড়ির কাজের ‘প্রোজেক্ট ম্যানেজার’ ও ‘শিক্ষানবীশ তারকা’ ওয়ার্নার।  শিক্ষানবীশ তারকা লিখে নির্মাণ শ্রমিকের ভূমিকার কথাই জোরালো করলেন ওয়ার্নার!