মালদ্বীপকে হারিয়ে সেমিফাইনালে যেতে চায় বাংলাদেশ

 

প্রথম ম্যাচে নেপালকে হারানোর পর বাংলাদেশের উল্লাসবঙ্গবন্ধু এশিয়ান সিনিয়র মেনস সেন্ট্রাল জোন আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশিপে জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ। ‘এ’ গ্রুপে শক্তিশালী নেপালকে ৩-১ সেটে উড়িয়ে দিয়েছে হরোশিত-কায়সাররা। সোমবার গ্রুপ পর্বে দ্বিতীয় ম্যাচে কোর্টে নামবে স্বাগতিকরা। যেখানে তাদের প্রতিপক্ষ মালদ্বীপ। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বিকাল ৫টায় শুরু হবে ম্যাচটি।

মালদ্বীপের বিপক্ষে এই ম্যাচ জিতেই সেমিফাইনালে যেতে চায় লাল-সবুজরা।  তাই মালদ্বীপের বিপক্ষে জয় ছাড়া বিকল্প ভাবছে না বাংলাদেশ। অধিনায়ক হরোশিত বিশ্বাসও বললেন সেই কথা,‘মালদ্বীপের বিপক্ষে জয় ছাড়া ভিন্ন কিছু ভাবছি না। গতবার এই আসরেই মালদ্বীপকে  আমরা হারিয়েছিলাম। ৩-০ সেটে জয় এসেছিল। এবারো আমাদের লক্ষ্য তাদের কোনো সুযোগ না দিয়ে ম্যাচ জেতা।’

এবারের আসরে গ্রুপ সেরা হওয়ার দিকেই চোখ বাংলাদেশের। মালদ্বীপকে আজ হারাতে পারলে সেই লক্ষ্য পূরণ হবে। এ বিষয়ে আশাবাদী হরোশিত বলেছেন, ‘নেপালের চেয়ে মালদ্বীপ অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ। তবে বড় টুর্নামেন্টে অনেক কিছুই হতে পারে। তাই আমরা কোনো দলকেই হালকাভাবে নিচ্ছি না। কোচের নির্দেশনা মেনে খেলতে পারলে ম্যাচ জেতা সম্ভব। আর এটা করতে পারলে গ্রুপসেরাও হতে পারবো।’