পাকিস্তানের সঙ্গে ড্র করে সেমিফাইনালে বাংলাদেশ

ম্যাচের একটি মুহূর্ত।যুব অলিম্পিকের বাছাইয়ে ড্র করেও সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ যুব হকি দল।  গ্রুপ পর্বের শেষ ম্যাচে শুক্রবার বিকালে পাকিস্তানের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে গোপীনাথন কৃষ্ণমূর্তির দল।

২০১৮ সালের অক্টোবরে আর্জেন্টিনার বুয়েন্স আয়ারসে যুব অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে।  সেই আসরের হকি ডিসিপ্লিনে জায়গা পেতে ব্যাংককে এশিয়া অঞ্চলের খেলায় প্রতিদ্বন্দ্বিতা করছে বাংলাদেশ।

যুব অলিম্পিক এশিয়া অঞ্চলের বাছাইয়ে সকালে চাইনিজ তাইপেকে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। বিকালে ব্যাংককের টার্ফে ফাইভ ‘এ’ সাইডের এই আসরে প্রথমার্ধে ২-০ তে পিছিয়ে ছিল।  জুলকারনাইন ও মুর্তজা পাকিস্তানের হয়ে একটি করে গোল করেন।

দ্বিতীয়ার্ধের পরই ধীরে ধীরে ছন্দে ফিরতে থাকে বাংলাদেশ। এই অর্ধে সোহানুর রহমান সবুজ ব্যবধান ২-১ করেন।  তৃতীয়ার্ধে পাকিস্তানের পক্ষে মুর্তজা আরও একটি গোল করলে স্কোর হয় ৩-১।  বাংলাদেশের আবেদ উদ্দিন স্কোর ৩-২ করেন। শেষ মিনিটে সোহানুর রহমান সবুজ ৩-৩ ব্যবধান করলে স্বস্তি ফিরে আসে বাংলাদেশ শিবিরে। হার এড়ানোর পাশাপাশি দলের সেমিফাইনালও নিশ্চিত হয়ে যায় এই ড্রয়ে।

পাঁচ ম্যাচে তিন জয়, এক হার ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপে দ্বিতীয় হয়েছে বাংলাদেশ। মালয়েশিয়া সব ম্যাচ জিতে ১৫ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা। ৮ পয়েন্ট নিয়ে পাকিস্তান তৃতীয় হয়েছে। প্রতিটি গ্রুপ থেকে দুটি দল যাবে সেমিফাইনালে। 
ফাইনালের লড়াইয়ে যেতে শনিবার ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বিকাল ৪টায়।