মাদ্রিদ ওপেনে জোকোভিচের জয়ে শুরু

জোকোভিচজানুয়ারিতে কনুইয়ের সার্জারির পর পাঁচটি টুর্নামেন্ট খেলে ফেলেছেন নোভাক জোকোভিচ। একটিতেও কোয়ার্টার ফাইনালের বৈতরণী পার হতে পারেননি। বাজে পারফরম্যান্সের বৃত্তে থাকা সার্বিয়ান এই তারকা জয় দিয়ে শুরু করেছেন মাদ্রিদ ওপেন।

প্রথম রাউন্ডে ৭-৫, ৬-৪ গেমে হারিয়েছেন জাপানের কেই নিশিকোরিকে। দ্বিতীয় রাউন্ডে তার প্রতিপক্ষ ব্রিটেনের কাইল এডমুন্ড।

প্রতিযোগিতায় এই জয় থেকে প্রেরণা নিচ্ছেন সাবেক এক নম্বর। আত্মবিশ্বাসের রসদটা এখান থেকেই নিচ্ছেন তিনি, ‘সত্যিকার অর্থে আত্মবিশ্বাস ফিরে পেতে আমার জয়টা প্রয়োজন ছিল।’

প্রতিপক্ষ যখন কেই নিশিকোরি তাই এমন ম্যাচের দিকে মুখিয়ে ছিলেন জোকোভিচ। ধারাবাহিকতা ফিরে পেতে তার প্রয়োজন ছিল এমন প্রতিপক্ষ। জোকোভিচও বললেন সেই কথা, ‘এই ধরনের ম্যাচের দিকেই মুখিয়ে ছিলাম। একইসঙ্গে এমন ম্যাচ জেতার জন্যেও অপেক্ষায় ছিলাম।’