স্মিথ-ওয়ার্নারের পর ক্লাব ক্রিকেটে ব্যানক্রফট

ব্যানক্রফটস্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার ক্লাব ক্রিকেটে ফেরার অনুমতি পেয়েছেন কয়েক দিন আগে। তাদের পর বল টেম্পারিং কেলেঙ্কারিতে জড়ানো ক্যামেরন ব্যানক্রফটকেও খেলার অনুমতি দিয়েছে সংশ্লিষ্ট ক্লাব।

অবশ্য তাদের খেলার অনুমতি আগেই দিয়ে রাখা হয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়ার অভিযোগ পত্রে। সেখানে জাতীয় দল ও রাজ্য দলগুলোতে খেলার অনুমতি পাবেন না বলা হয়েছিল। তবে ক্লাব ক্রিকেটে খেলতে পারবেন এই ত্রয়ী। টেম্পারিংয়ের কারণে স্মিথ ও ওয়ার্নার পেয়েছেন ১২ মাসের নিষেধাজ্ঞা। আর ব্যানক্রফট পেয়েছেন ৯ মাসের নিষেধাজ্ঞা।

শুরুতে ওয়ার্নার ও স্মিথ অনুমতি পেলেও গঠনতন্ত্রের জটিলতায় ব্যানক্রফটকে তার হোমটাউন পার্থের একটি ক্লাবের হয়ে খেলতে বাধা দিচ্ছিল। যদিও সেই বাধা উপেক্ষা করছে উইলেটন।

পার্থের প্রিমিয়ার ক্রিকেটে ফিরতে ভোটাভুটিও হয়েছে ব্যানক্রফটকে নিয়ে। ১৬ ক্লাবের মধ্যে ১৪টি ক্লাবই তার খেলার পক্ষে রায় দিয়েছে। দুটি ক্লাব শুধু বিরোধিতা করেছে।

জুলাইয়ে টি-টোয়েন্টি ক্লাব টুর্নামেন্টে খেলতে কথা বলছেন ব্যানক্রফট। ফলে নিষেধাজ্ঞা শেষ হওয়ার আগেই ক্রিকেটে ফিরতে পারছেন অসি এই তারকা।
ওয়ার্নার ও স্মিথও নিউ সাউথওয়েলসে সংশ্লিষ্ট ক্লাবের হয়ে খেলার হয়ে অনুমতি পেয়েছেন।