বিশ্বকাপ খেলা হচ্ছে না পেরু অধিনায়কের

পাওলো গেরেরো।৩৬ বছর পর বিশ্বকাপ বাছাই পার হয়ে চূড়ান্ত পর্বে নাম লিখিয়েছে পেরু। দীর্ঘ অপেক্ষার পর এমন প্রাপ্তিতে টুর্নামেন্টে তাদের শুরুটা হতে পারতো সুখকর।  অথচ খেলা শুরুর প্রায় এক মাস আগে দুঃসংবাদ শুনলেন পেরু অধিনায়ক পাওলো গেরেরো।

প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে প্রস্তুতি নিচ্ছিলেন। তার স্বপ্নটা ছিল পাহাড় সমান উঁচু।  অনিচ্ছাকৃত ডোপ পাপে শাস্তি বেড়ে যাওয়ায় সেই স্বপ্ন এখন গুড়েবালি। তার শাস্তি ৬ মাস থেকে ১৪ মাস করেছে আন্তর্জাতিক ক্রীড়া আদালত (সিএএস)। সোমবার এমন সিদ্ধান্ত নিয়েছে সিএএস।  

গত অক্টোবরে ডোপ টেস্টে পজিটিভ হন পেরু অধিনায়ক।  তার বিরুদ্ধে অভিযোগ ছিল আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে কোকেইন যুক্ত চা পান করেছিলেন। তার এমন অপরাধ ইচ্ছেকৃত না হলেও আইন ভঙ্গ করায় কঠোর সিদ্ধান্তই নেয় ফিফা।

শুরুতে তাকে নিষিদ্ধ করে ১২ মাস। পরে অবশ্য আবেদন করলে শাস্তি কমে দাঁড়ায় ৬ মাসে। সেই শাস্তির নিষেধাজ্ঞা শেষ হয়েছিল ১০ দিন আগে।  তাতেই প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে পারতেন পেরুর সর্বকালের সর্বোচ্চ স্কোরার।  বিশ্ব ডোপ পাপ বিরোধী সংস্থা ওয়াডার  আবেদনের ফলে শাস্তির মেয়ার বেড়ে গেছে তার।  

প্রথম বিশ্বকাপ খেলা হবে না দেখে মানসিক যাতনার কথা প্রকাশ করেছেন এভাবেই, ‘আমার জন্য বিষয়টা কঠিন। আজকে মনে হচ্ছে ৩৬ বছর পর বিশ্বকাপে আমার খেলার স্বপ্নটা চুরমার হয়ে গেছে।’