নেইমার রিয়াল মাদ্রিদে না গেলেই খুশি মেসি

বার্সায় নেইমার ও মেসির একটি মুহূর্তবেশ কয়েক দিন ধরেই গুঞ্জন রিয়াল মাদ্রিদে যাচ্ছেন নেইমার! এমন খবর পৌঁছেছে তার সাবেক সতীর্থ লিওনেল মেসির কাছেও। এমন খবর শুনে স্বস্তিবোধ করতে পারেননি বার্সার এই প্রাণভোমরা।  তিনি মনে করছেন এমনটি হলে সেটি বার্সার জন্যে হবে ধাক্কার!

মেসি এক সাক্ষাৎকারে টিওয়াইসি স্পোর্টসকে বলেছেন, ‘বার্সার কাছে নেইমার যেমন তাতে করে এমনটি ঘটলে সেটি হবে ভয়ানক।’ এর ব্যাখ্যায় মেসি বলেছেন, ‘নেইমার এখানেই অনেক ট্রফি জিতেছে। চ্যাম্পিয়নস লিগ, লা লিগা জিতেছে। তাই এমন ঘটনা সবার জন্যে ধাক্কা হয়েই আসবে। সে যদি রিয়াল মাদ্রিদে চলেই যায় তাহলে ফুটবলের দৃষ্টি ভঙ্গিতে তাদের সেটা শক্তিশালী করবে। তার সঙ্গে আমার কথা হয়। তাই যেভাবে আমি ভেবে থাকি সেগুলো সে সবকিছুই জানে।’

গত আগস্টে নেইমার বার্সা ছেড়ে পিএসজিতে গেছেন ২২ কোটি ২০ লাখ ইউরোতে। তার দল বদলের কথা অনেক দিন শোনা গেলেও পিএসজির বিদায়ী কোচ এমেরি অবশ্য সেই সম্ভাবনা দেখছেন না। বলেছেন, ‘আমার মনে হয় সে পিএসজিতেই থাকবে। ও কিন্তু খুব বেশি কথা বলে না। তবে আগেও বলেছে এধরনের মিথ্যায় সে খুব বিরক্ত।’

নেইমারও সম্প্রতি একই কথা বলেছেন দল বদল নিয়ে। বিরক্তি প্রকাশ করেই বলেছেন, ‘সব দল বদলের পদ্ধতি একই রকম। ব্যক্তিগতভাবে আমি এখন এই বিষয়ে কথা বলতে পারছি না। সবাই জানে আমি এখানে কেনও এসেছি এবং আমার লক্ষ্যটা কী।’