ফেভারিট বায়ার্নকে হারিয়ে শিরোপা ফ্রাঙ্কফুর্টের

জার্মান কাপের শিরোপা ফ্রাঙ্কফুর্টেরবায়ার্নের নতুন মৌসুমের কোচ হচ্ছেন আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের বিদায়ী কোচ নিকো কোভাচ। হবু কোচের দলটির কাছেই জার্মান কাপের ফাইনালে ৩-১ গোলে হেরেছে ইয়ুপ হেইঙ্কেসের বায়ার্ন মিউনিখ। বায়ার্নের বিদায়ী কোচের শেষটা ভালো না হলেও বায়ার্নের হবু কোচ যে ফেলনা নন তার প্রমাণ কোভাচের শিষ্যদের চমক জাগানো শিরোপা জয়। এমন হারে অবশ্য ডাবল জেতা হলো না বায়ার্ন মিউনিখের।

ফাইনালে ফ্রাঙ্কফুর্ট শুরু থেকে আগ্রাসী মনোভাব নিয়ে খেলছিল। ১১ মিনিটে রেবিচের গোলে যায় এগিয়ে। দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে বায়ার্নের হয়ে সমতা ফেরান লেভানদভস্কি।  আরও একটি গোলের সুযোগ পেয়েছিল বায়ার্ন। পেনাল্টির সুযোগ পেলেও বিতর্কিত ভিডিও অ্যাসিসট্যান্ট রেফারির সিদ্ধান্তে তা বাতিল হয়ে যায়।  

এই অর্ধের শেষ দিকে আরও আগ্রাসী ছিল ফ্রাঙ্কফুর্ট। ৮২ মিনিটে নিজের জোড়া গোল পূরণ করেন রেবিচ। অতিরিক্ত সময়ে তৃতীয় গোল করে দলকে শিরোপা উৎসবে মাতান গাচিনোভিচ।       

বায়ার্ন মিউনিখ যে যোগ্য হাতেই যাচ্ছে তার প্রমাণ ১৯৮৮ সালের পর ফ্রাঙ্কফুর্টকে বড় কোনও টুর্নামেন্টের শিরোপা জেতালেন কোভাচ। অথচ ম্যাচে ফেভারিটের তকমা গায়ে মেখেই খেলা শুরু করেছিল বায়ার্ন। এই মৌসুমে ৩৫ পয়েন্ট নিয়ে ফ্রাঙ্কফুর্টের উপরেই রয়েছে বায়ার্ন।