আর্জেন্টিনার বিশ্বকাপ দল থেকে ছিটকে গেলেন রোমেরো

সের্হিও রোমেরোআর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণার একদিন যেতে না যেতেই দুঃসংবাদ! এর মাঝে ইকার্দির দলে জায়গা না পাওয়া নিয়ে চলছিল সমালোচনা। তার চেয়েও বড় ধাক্কা হয়ে এলো গোল বারের অতন্দ্র প্রহরী সের্হিও রোমেরোর চোটের খবর। হাঁটুর ইনজুরির কারণে বিশ্বকাপ ছিটকে গেছেন ম্যানচেস্টার সিটির এই তারকা গোলকিপার। রোমেরোর জায়গায় বদলি হিসেবে ডাক পেয়েছেন নাহুয়েল গুজমান। 

গোল বারের নিচে প্রথম পছন্দ হিসেবে ছিলেন রোমেরো। আচমকা চোটের খবর তাকে ছিটকে দিচ্ছে সেই সুযোগ থেকে। চোট সারাতে ডান হাঁটুতে সার্জারি করাতে হবে রোমোরোকে।

রোমোরোর ছিটকে যাওয়া বড় ধাক্কা হয়ে এলো আর্জেন্টিনার জন্যে। সম্প্রতি প্রীতি ম্যাচে খুব বেশি ভালো অবস্থায় ছিল না আর্জেন্টাইনরা। গোল হজম করেছে বেশি। নাইজেরিয়ার কাছে ৪-২ ও স্পেনের কাছে প্রীতি ম্যাচে ৬-১ গোলে হেরেছে দুই বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

এই অবস্থায় বদলি হিসেবে গুজমান কতটুকু সামলাতে পারবেন সেটা সময়ই বলে দেবে। তবে ২০১৫ সালের পর মাত্র একবারই জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পেয়েছেন। ৩২ বছর বয়সী এই গোলকিপার দেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন মাত্র ৬বার!

বিশ্বকাপের আগে আগামী ২৯ মে হাইতির বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। সেই স্কোয়াডে থাকবেন গুজমান।