ব্যাটসম্যানদের দাপটে পাকিস্তানের লিড

ইংলিশদের মাঝে উল্লাসের উপলক্ষ ছিল শুধুই স্টোকসের। লর্ডসে প্রথম টেস্টের নিয়ন্ত্রণ ধরে রেখেছে পাকিস্তান। আগের দিন বল হাতে ত্রাস ছড়ানোর পর দ্বিতীয় দিন ব্যাট হাতে দাপুটে মনোবল দেখিয়েছে পাকিস্তানি ব্যাটসম্যানরা। দিন শেষে প্রথম ইনিংসে ৮ উইকেটে ৩৫০ রান তুলেছে পাকিস্তান। সফরকারীদের লিড দাঁড়িয়েছে ১৬৬।
হাফসেঞ্চুরি করে দলের পুঁজি সমৃদ্ধ করেছেন বাবর আজম, আজহার আলী ও আসাদ শফিক। এর মাঝে বাবর আজমের ইনিংস আরও বড় হতে পারতো। ৬৮ রানে ব্যাট করতে থাকা এই ক্রিকেটার রিটায়ার্ড হার্ট হয়ে সাজঘরে ফেরায় তা আর সম্ভব হয়নি।

স্বাগতিক বোলারদের মাঝে বেন স্টোকসই বল হাতে ছিলেন আগ্রাসী। তার বোলিংয়ে কব্জিজে আঘাত পান বাবর। এছাড়া নিয়েছেন তিনটি উইকেট। বাবরের পর শাদাব খানও চেষ্টা করেছিলেন প্রতিরোধের দেয়াল গড়তে। ৫২ রান করা এই তারকাকে ফিরিয়েছেন বেন স্টোকস।

এই অবস্থায় ঘুড়ে দাঁড়াতে হলে ভিন্ন কৌশলে এগিয়ে যেতে হবে প্রথম ইনিংসে ১৮৪ রানে গুটিয়ে যাওয়া ইংলিশদের। তাতে টানা অষ্টম টেস্টে হারের লজ্জা পেতে হবে না স্বাগতিকদের। পাকিস্তানের হয়ে দিন শেষে ক্রিজে আছেন মোহাম্মদ আমির (১৯) ও মোহাম্মদ আব্বাস (০)।