আর্জেন্টিনায় যুব অলিম্পিকে সুযোগ পেল হকি দল

যুব অলিম্পিক দলআগামী ৬ থেকে ১৮ অক্টোবর আর্জেন্টিনার বুয়েন্স আয়ারসে হতে যাচ্ছে ‍যুব গেমস। বাংলাদেশ হকি দলও অংশ নিচ্ছে সেখানে। এশিয়া থেকে তিনটি দেশ খেলার সুযোগ পেয়েছে। ভারত ও মালয়েশিয়া আগেই সুযোগ পেয়েছে নিয়ম অনুযায়ী। আর গত এপ্রিলে ব্যাংককের আসরে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে তৃতীয় হয়ে আয়োজকদের ইচ্ছায় সুযোগ পেল বাংলাদেশ।

যদিও এই গেমসে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলেরই খেলার কথা ছিল। কিন্তু আয়োজকরা নতুন করে তৃতীয় দেশকে সুযোগ দেওয়ায় বাংলাদেশের ভাগ্য খুলে গেছে। এ নিয়ে টানা দু’বার যুব অলিম্পিকে খেলার সুযোগ পেলো বাংলাদেশ। দলের কোচ জাহিদ হোসেন রাজু সেই নিশ্চয়তার কথা জানিয়ে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘যুব অলিম্পিকের ওয়েবসাইটে বাংলাদেশের নাম উঠেছে। তৃতীয় দেশ হিসেবে তরুণরা খেলার সুযোগ পাচ্ছে। এটা আমাদের জন্য অনেক বড় খবর। ১২ টি দেশের মধ্যে বাংলাদেশের নাম থাকছে।’

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন থেকেও হকি ফেডারেশনের কাছে এই বিষয়ে বিস্তারিত জানতে চাওয়া হয়েছে। খেলোয়াড়দের নামও পাঠাতে হবে।