ওয়ালশকে ভাবাচ্ছে মোস্তাফিজের ইনজুরি

মোস্তাফিজের চোট নিয়ে উদ্বিগ্ন বোলিং কোচ কোর্টনি ওয়ালশ।দেরাদুনের মন্থর উইকেটে রশিদ খানদের সামাল দিতে পারেনি বাংলাদেশ। ফলাফল প্রথম টি-টোয়েন্টিতে লজ্জার হার। মোস্তাফিজুর রহমান থাকলে সফকারীদের আক্রমণের ভাণ্ডার হতে পারতো সমৃদ্ধ। যার অনুপস্থিতি ভোগাচ্ছে বাংলাদেশকে। ভারপ্রাপ্ত কোচ কোর্টনি ওয়ালশও জানালেন এই চোট নিয়ে তার উদ্বিগ্নতার কথা। জানালেন ছিটকে যাওয়া এই ক্রিকেটারের ফিটনেস নিয়ে কিছুই জানতেন না তিনি!

মোস্তাফিজুর রহমানের চোট নিয়ে ওয়ালশ জানালেন, ‘আমরা ওর ইনজুরি নিয়ে কিছুই জানতাম না। এটাই সবচেয়ে বেশি হতাশার খবর।’ তার মতে ইনজুরি কোনও সমস্যা নয়। প্রতি সিরিজে এমন ধাক্কা খাওয়ার মতো খবর থাকেই। সবচেয়ে বেশি ভাববার বিষয় ছিল মোস্তাফিজের মতো প্রভাবক কাউকে হারানো। ওয়ালশ মনে করেন, ‘ইনজুরি নিয়ে আমাদের হতাশার কিছু নেই। তবে সে এই দলের অন্যতম একজন। তাকে আমরা এই মুহূর্তে খুব মিস করছি। তবে ওর না থাকা মানে আরেকজনের এগিয়ে আসার সুযোগ।’

মোস্তাফিজের ইনজুরি নিয়ে তার কথা, ‘ওর ইনজুরি নিয়ে কিছুই জানতাম না। সে যে প্রস্তুতি ম্যাচ খেলতে এসেছিল আগে এমনটা জানলে সে ম্যাচগুলো খেলতে পারতো না।’

অথচ অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড কিন্তু ব্যতিক্রম। এক্ষেত্রে তাদের পেস আক্রমণের সারথীদের আইপিএল থেকে দূরেই রাখা হয়। পূর্ব সতর্কতার অংশ হিসেবে এমন পদক্ষেপ থাকে বোর্ডগুলোর। চিকিৎসকদের পরামর্শ অনুসারে খুব বেশি ভারও নেয়না সেসময়। আর মোস্তাফিজুর রহমান গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়েও লুকিয়েছেন নিজের ইনজুরি। যা খুব করে ভাবাচ্ছে বোলিং কোচ ওয়ালশকে, ‘এটা আমাকে খুব ভাবাচ্ছে। আমার জন্যে শঙ্কারই বিষয়। দ্বিতীয়বার এমনটি হলো মোস্তাফিজ ইনজুরি নিয়ে আইপিএল থেকে ফিরলো। আমাদের এগুলো দেখভাল করতে হবে। আমাদের প্রস্তুতি নিতে হবে। দুর্ভাগ্য এটাই যে আপনি যখন খেলবেন ইনজুরি আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকেই।’

তিনি আরও যোগ করেন, ‘তাই আমাদের ওকে ফিট রাখার চেষ্টা করতে হবে। সে খুবই প্রতিভাবান তরুণ যার সম্ভাবনার সব কিছুই আছে। ওর মানসিক অবস্থার সঠিক দিকনির্দেশনা প্রয়োজন, একই সঙ্গে বোলিংটাও তার মতো করে মানসম্পন্ন করা প্রয়োজন।’

এমন অবস্থায় ইনজুরি নিয়ে ভালো শিক্ষা হয়েছে বলে মনে করেন ওয়ালশ। তাই ইনজুরি নিয়ে যোগাযোগে মনিটরিংয়ের পক্ষে তিনি।