অ্যান্টিগায় পৌঁছালো বাংলাদেশ দল

নিউ ইয়র্কে পৌঁছে বাংলাদেশ দলের একাংশ। ছবি-ফেসবুক থেকে।দুই দিনের দীর্ঘ ভ্রমণের পর অবশেষে শনিবার বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টায় ওয়েস্ট ইন্ডিজের অ্যান্টিগায় পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। শুক্রবার দিবাগত রাত একটা ৪০ মিনিটের ফ্লাইটে দেশ ছেড়ে গেছেন ‍মুশফিকরা। ঢাকা থেকে দুবাই, দুবাই থেকে নিউইয়র্ক- সেখান থেকে ক্যারিবীয় দ্বীপ অ্যান্টিগা পৌঁছে যাত্রার ইতি টেনেছে সফরকারী দলটি।

অবশ্য ভিসা জটিলতার কারণে দলের সঙ্গে যেতে পারেননি অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ও টিম ম্যানেজার সাব্বির খান। রবিবার বিকালের মধ্যে তারা তাদের পাসপোর্ট হাতে পাবেন বলে জানা গেছে।

পাসপোর্ট পেলেই দ্রুততম সময়ের মধ্যে বিমানে চড়বেন। এর বাইরে আফগানিস্তান সিরিজ খেলে ঈদের ছুটিতে যুক্তরাষ্ট্রে চলে গিয়েছিলেন সাকিব। দেশ না ফিরে ওখান থেকেই দলের সঙ্গে অ্যান্টিগায় যোগ দেবেন বিশ্ব সেরা এই অলরাউন্ডার।

২০১৪ সালে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে সবশেষ সিরিজ খেলেছিল বাংলাদেশ। ওই সফরটা কেটেছিল বেশ বাজে ভাবেই। দুই টেস্টেই হেরেছে বড় ব্যবধানে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হয়েছে হোয়াইটওয়াশ। একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি অবশ্য বৃষ্টিতে ভেসে গেছে।

এর আগে ২০০৯ সালের সফরটি স্মরণীয় হয়ে আছে। সেবার টি-টোয়েন্টি সিরিজটি বাদে ওয়ানডে ও টেস্ট সিরিজেই স্বাগতিকদের হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। অবশ্য ওই সিরিজে ক্যারিবিয়ানদের বেশিরভাগ তারকা খেলোয়াড়ই বোর্ডের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে খেলতে অস্বীকৃতি জানিয়েছিলেন।

যাত্রা পথে নিজের ফেসবুকে ছবি পোস্ট দেন মুশফিক। আগামী ৪ জুলাই থেকে অ্যান্টিগায় বাংলাদেশ-ওয়েষ্ট ইন্ডিজ প্রথম টেস্ট। তার আগে ২৭ ও ২৮ জুন অ্যান্টিগায় একটি দু দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। ১২ জুলাই থেকে জ্যামাইকার স্যাবিনা পার্কে দ্বিতীয় ও শেষ টেস্ট।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ২২ জুলাই; গায়ানায়। পরের দুটি একদিনের ম্যাচ যথাক্রমে ২৫ (গায়ানায়) জুলাই ও ২৮ জুলাই (সেন্ট কিটসে)। ৩১ জুলাই সেন্ট কিটসের একই ভেন্যুতে প্রথম টি-টোয়েন্টি ম্যাচও অনুষ্ঠিত হবে। আর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ দুটি হবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় (৪ ও ৫ আগস্ট)।

বাংলাদেশ টেস্ট দল: সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, লিটন কুমার দাস, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, আবু জায়েদ চৌধুরী রাহী, নাজমুল হোসেন শান্ত ও শফিউল ইসলাম।