ভারতকে জেতালেন কুলদীপ-রোহিত

ভারতের উল্লাসের একটি মুহূর্ত।টেন্ট ব্রিজে ইংল্যান্ডের বিপক্ষে উড়ন্ত সূচনা করেছে ভারত। টি-টোয়েন্টি সিরিজে দারুণ শুরুর পর ওয়ানডেতেও ধরে রেখেছে একই ধারা। ব্যাটে-বলে ইংলিশদের পরাস্ত করে তিন ম্যাচের প্রথম ওয়ানডেতে তারা জয় পেয়েছে ৮ উইকেটের বড় ব্যবধানে।
শুরুতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। বল হাতে ইংলিশদের নাকানি-চুবানি খাইয়েছেন স্পিনার কুলদীপ যাদব। তার ২৫ রানে ৬ উইকেট শিকারে ২৬৮ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে কোনও স্পিনারের এটাই সেরা বোলিং। ইংলিশদের হয়ে মান বাঁচানো ইনিংস খেলেন বেন স্টোকস ও জশ বাটলার। স্টোকস ৫০ রান করেন আর বাটলার করেন ৫৩ রান।

জবাবে ভারত ছিল আগ্রাসী ভঙ্গিমায়। ইংলিশদের ওপর চড়াও ছিলেন ওপেনার রোহিত শর্মা। ১১৪ বলে ১৩৭ রানের অপরাজিত ইনিংস খেলেন। তার ঝড়ো ইনিংসে ছিল ১৫টি চার ও ৪টি ছয়। সঙ্গে ৭৫ রানের ইনিংসে খেলেছেন অধিনায়ক কোহলি। যদিও ৭৫ রানে তাকে বাটলারের গ্লাভসবন্দি করান রশিদ। দাপুটে খেলা ভারত ৪০.১ ওভারে দুই উইকেট হারিয়েই জয় নিশ্চিত করে।