টেস্ট র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবনমন

 

অধিনায়ক সাকিব ব্যাটে-বলে নৈপুণ্য দেখালেও তা যথেষ্ট ছিল না।আড়াই মাসের ব্যবধানে টেস্ট র‌্যাংকিংয়ে ৯ নম্বরে নেমে বাংলাদেশ। গত ১ মে নিজেদের টেস্ট ইতিহাসে প্রথমবার আটে উঠেছিল লাল-সবুজরা। ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে এক ধাপ উপরে উঠে এসেছিল। আড়াই মাসের ব্যবধানে ক্যারিবিয়ানরা তাদের হারানো জায়গা পুনরূদ্ধার করেছে বাংলাদেশকে সিরিজে হারিয়ে।

যার ফলে আগের পুরনো অবস্থানেই ফিরে গেছে বাংলাদেশ। আট নম্বরে টিকে থাকতে এই টেস্টে অন্তত ড্র করতে হতো লাল-সবুজ জার্সীধারীদের।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ জিতে র‌্যাংকিংয়ে এক ধাপ উপরে উঠার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। কিন্তু বাস্তবতা ছিল বড় নির্মম। উল্টো স্বাগতিদের বিপক্ষে দুই টেস্টের সিরিজ বাজেভাবে হেরে এক ধাপ নিচে নামতে হয়েছে সাকিবদের।

শনিবার জ্যামাইকা টেস্টের তৃতীয় দিন শেষ সেশনে ক্যারিবিয়ান বোলারদের বোলিং তাণ্ডবে ১৬৬ রানে হারতে হয়েছে মুশফিক-সাকিবদের। আর তাতে নিশ্চিত হয়েছে অবনমন। ৭৫ রেটিং পয়েন্ট নিয়ে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ, আর ওয়েস্ট ইন্ডিজ শুরু করে ৭২ পয়েন্ট নিয়ে। এই টেস্ট জিতে ক্যারিবিয়ানদের বতর্মান রেটিং ৭৭। ৮ পয়েন্ট কম নিয়ে বাংলাদেশের রেটিং পয়েন্ট দাঁড়িয়েছে ৬৭।