অনূর্ধ্ব-১৯ দলের হেড কোচ নাভিদ নওয়াজ

 

নাভিদ নওয়াজবাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের হেড কোচ হিসেবে যোগ দিয়েছেন সাবেক শ্রীলঙ্কান ক্রিকেটার নাভিদ নওয়াজ। ইতোমধ্যে তিনি হাই পারফরম্যান্স ইউনিটের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলতে খুলনায় যুব দলটির ক্যাম্পে যোগ দিয়েছেন।

তার যোগ দেওয়া প্রসঙ্গে একজন বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্মকর্তা জানান, ‘পরবর্তী বিশ্বকাপ পর্যন্ত তাকে আমরা হেড কোচ হিসেবে নিয়োগ দিয়েছি। আশা করছি বয়স ভিত্তিক দলের সঙ্গে তার কাজ করার অভিজ্ঞতা আমাদের ছেলেদের এগিয়ে নিতে ভূমিকা রাখবে।’

এর আগে শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন নওয়াজ। ২০০৯ সালে সেই ভূমিকা পালন ছাড়া শ্রীলঙ্কা ‘এ’ দল ও তাদের নারী দলেরও ভার সামলেছেন। নওয়াজ লঙ্কানদের কোচ হওয়া ছাড়া খেলেছেন শ্রীলঙ্কা জাতীয় দলে। ক্যারিয়ারে একটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলেছেন।

নওয়াজের আগে এই যুব দলটির ভার সামলেছেন ড্যামিয়েন রাইট। গতবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও দলটির ভার সামলেছেন ৪১ বছর বয়সী এই অস্ট্রেলিয়ান। এবার অবশ্য তার মেয়াদ বাড়াতে রাজি ছিল না বিসিবি। তাই নওয়াজকে আগামী অনূর্ধ্ব-২০২০ বিশ্বকাপ পর্যন্ত রেখে দিয়েছে বোর্ড।-ক্রিকবাজ।