ডি ভিলিয়ার্সের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় দক্ষিণ আফ্রিকা

ডি ভিলিয়ার্সআন্তর্জাতিক ক্যারিয়ারকে আচমকা বিদায় দিয়েছেন এবি ডি ভিলিয়ার্স। তার এমন সিদ্ধান্তে হতাশ হয়েছেন অনেকেই। প্রতিভাবান এই ক্রিকেটারের সেবা খুব বেশি না পেলেও তার অভিজ্ঞতা কাজে লাগাতে মরিয়া দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। সমৃদ্ধ ভাণ্ডার থেকে কিছু দেওয়ার আগ্রহ আছে মারকুটে এই ক্রিকেটারেরও।  

খুব শিগগির প্রোটিয়াদের পরামর্শক হিসেবে দেখা যেতে পারে ডি ভিলিয়ার্সকে। আপাতত আন্তর্জাতিক ক্রিকেট না খেললেও আইপিএল এবং ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছেন। অবসরের ঘোষণার পর পর তার সঙ্গে কথা বলেন দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী থাবাং মোরে। কোচিং নিয়ে ডি ভিলিয়ার্সের অভিপ্রায় জানতেই তার সঙ্গে কথা বলা। এ প্রসঙ্গে থাবাং মোরে জানান, ‘ডি ভিলিয়ার্স এমন ভূমিকায় কাজ করতে আগ্রহী। তবে কাজের স্থায়ীত্ব নিয়ে আরও বিস্তারিত আলোচনা চান তিনি।’

কোচিং ক্যারিয়ার বেছে নিতে হলে লেভেল-২ সনদ প্রয়োজন ডি ভিলিয়ার্সের। পূর্বে কোচিং অভিজ্ঞতা না থাকায় তিনি এ নিয়ে পড়াশুনা করবেন কিনা তা জানাতে পারেননি মোরে। তবে কোচিং নিয়ে ডি ভিলিয়ার্সের পাশেই আছেন এই কর্মকর্তা, ‘ডি ভিলিয়ার্স অবসরে যাওয়ার সময় বলেছিলেন পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটাতে চান। তাই এখন যদি ডি ভিলিয়ার্সকে ডেভলপমেন্ট বা উন্নয়নমূলক কার্যক্রমে যুক্ত করি। একই সঙ্গে তিনি যদি জাতীয় দলের সঙ্গে বাইরে খুব বেশি সময় কাটান তাহলে এটা তার পক্ষে কাজে দেবে না।’