রংপুরে হুইলচেয়ার ক্রিকেটের প্রতিভা অন্বেষণ

হুইলচেয়ার ক্রিকেট দল।রংপুরে শুরু হচ্ছে হুইলচেয়ার ক্রিকেট ট্যালেন্ট হান্ট প্রোগ্রাম। আগামী ২০ ও ২১ জুলাই রংপুর জেলা স্টেডিয়ামে মার্কিন দূতাবাস ঢাকার সহযোগিতায় শুরু হচ্ছে প্রতিভা অন্বেষণের এই কার্যক্রম।

এর আয়োজনে রয়েছে হুইলচেয়ার ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ। সার্বিক তত্ত্বাবধানে রয়েছে ইমাগো স্পোর্টস ম্যানেজমেন্ট লিমিটেড এবং রাজশাহীর কল্পনা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা৷ গত এপ্রিল মাসে রাজশাহী বিভাগের পর এবার তারা এসে পৌঁছেছে রংপুর বিভাগে।

হুইলচেয়ার ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ বাংলাদেশের একমাত্র সংগঠন যারা ২০১৪ সাল থেকে সারা বাংলাদেশে শুধুমাত্র হুইলচেয়ার ব্যবহারকারীদের নিয়ে কাজ করে যাচ্ছে। এই সংগঠনের মূল উদ্দেশ্য খেলাধুলার মাধ্যমে প্রতিবন্ধী মানুষদের স্বাবলম্বী করে তোলা।

ইতোমধ্যে সংগঠনটি জাতীয়ভাবে হুইলচেয়ার ক্রিকেট দলও গঠন করেছে এবং দলটি এরমধ্যে চারটি আন্তর্জাতিক হুইলচেয়ার ক্রিকেটে অংশগ্রহণ করেছে। অংশ নিয়ে তিনটিতে শিরোপা এবং একটিতে রানার্স আপ হয়েছে।