কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের বিদায়

বন্যা আক্তার ও অসীম কুমার জুটিজার্মানিতে মিশ্র দলগত ইভেন্টে দেশীয় রেকর্ড গড়েছিল আরর্চারির বাংলাদেশ দল। একদিন পর সেই সফলতা আর ধরে রাখা যায়নি। ওয়ার্ল্ড স্টেজ-৪ এর পঞ্চম দিনে কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে বাংলদেশ কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছে।

বার্লিনে দ্বিতীয় রাউন্ডে অসীম কুমার ও বন্যা আক্তার জুটি চাইনিজ তাইপের হুয়াং আই ও জৌকে ১৫৫-১৫৩ স্কোরের ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেন। কিন্তু শেষ আটের লড়াইয়ে ডেনমার্কের তানজা জেনসেন ও স্টিফেন হ্যানসেনের সামনে আর পেরে উঠেননি। হেরে যান ১৫৭-১৪৭ স্কোরের ব্যবধানে।

আগের দিন এই অসীম কুমার দাস ও বন্যা আক্তার জুটি গ্রেট ব্রিটেনকে ১৫৬-১৫৫ স্কোরের ব্যবধানে হারায়। তাতে মিশ্র দলগত ইভেন্টে দেশীয় রেকর্ড গড়ার কৃতিত্ব অর্জন করে বাংলাদেশ কম্পাউন্ড দল।