আয়ারল্যান্ড সফরে ‘এ’ দলের ওয়ানডে অধিনায়ক মুমিনুল

মুমিনুল হকশ্রীলঙ্কা ‘এ’ দলের সঙ্গে ওয়ানডে সিরিজে সমতার পর আয়ারল্যান্ডে নতুন মিশনে যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে আসন্ন সফরে নাম লিখিয়েছেন দীর্ঘ দিন ওয়ানডে না খেলা মুমিনুল হক। ওয়ানডে সিরিজে ‘এ’ দলের অধিনায়ক হিসেবে থাকবেন বাঁহাতি এই ব্যাটসম্যান।

মুমিনুলের ডেপুটি হিসেবে থাকবেন বাঁহাতি ওপেনার সৌম্য সরকার। তবে টি-টোয়েন্টি সিরিজে দলের নেতৃত্ব থাকবে সৌম্যর ওপর।

‘এ’ দলের এই স্কোয়াডে জায়গা পেয়েছেন চোট থেকে ফেরা পেসার তাসকিন আহমেদ। ওয়েস্ট ইন্ডিজে টেস্টে খেলা নুরুল হোসেন সোহান রয়েছেন এই দলে। রয়েছেন নাজমুল হোসেন শান্ত। বাঁহাতি এই ব্যাটসম্যান ক্যারিবীয় সফরে টেস্ট ছাড়াও রয়েছেন বর্তমান ওয়ানডে সিরিজে।

সফরে ৫টি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ ‘এ’ দল। সফরকে ঘিরে তারা দেশ ছাড়বে ২৮ জুলাই। ওয়ানডে সিরিজ শুরু হবে ১ আগস্ট, টি-টোয়েন্টি সিরিজ শুরু ১৩ আগস্ট।

স্কোয়াড: সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, ফজলে রাব্বি, মুমিনুল হক, আফিফ হোসেন, সৈয়দ খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, আল আমিন, জাকির হাসান, নাঈম হাসান, সানজামুল ইসলাম, নুরুল হাসান সোহান, সাঈফ উদ্দিন, মিজানুর রহমান, সাঈফ হোসেন ও তাসকিন আহমেদ।