হেরাথের স্পিনে দক্ষিণ আফ্রিকা হোয়াইটওয়াশ

হেরাথের উইকেট শিকারের মুহূর্ত।৪৯০ রানের অসম্ভাব্য লক্ষ্যের পেছনে ছুটছিল দক্ষিণ আফ্রিকা। তাতে বুক চিতিয়ে লড়াই করার মানসিকতা দেখাচ্ছিলেন থিউনিস দি ব্রুইন। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়ে লঙ্কানদের ঘাম ঝড়িয়েছেন। তবে রঙ্গনা হেরাথের ঘূর্ণিতে সেই প্রতিরোধ স্থায়ী হয়নি বেশিক্ষণ। চতুর্থ দিনে মধ্যাহ্ন ভোজনের ৪০ মিনিট পর ২-০ ব্যবধানে সিরিজ জয়ের উৎসবে মেতেছে শ্রীলঙ্কা। কলম্বোতে দ্বিতীয় টেস্টে স্বাগতিকরা দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে ১৯৯ রানে।

পুরো সিরিজে লঙ্কানদের স্পিন বিষে ঘায়েল হয়েছে দক্ষিণ আফ্রিকা। ২০ উইকেট ভাগাভাগি করে নিয়েছেন লঙ্কান স্পিনাররাই। সিরিজে তাদের আধিপত্য জানান দেয় এই পরিসংখ্যান যাতে ৪০টির মাঝে ৩৭টি নিয়েছেন স্পিনাররা।

সিরিজে কেশব মহারাজের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ ১৬ উইকেট নিয়েছেন দিলুরুয়ান পেরেরা। অভিজ্ঞ রঙ্গনা হেরাথও রাঙিয়ে নিচ্ছেন ক্যারিয়ারের শেষটা। এ বছরের শেষ দিকে অবসরের অপেক্ষায় থাকা হেরাথ দুই টেস্টে নিয়েছেন ১২ উইকেট।

কলম্বোতে দ্বিতীয় ইনিংসে তার ৬ উইকেট শিকারে বেশিদূর যেতে পারেনি প্রোটিয়ারা। হেরাথের ঘূর্ণিতেই চতুর্থ দিন সফরকারীদের প্রতিরোধটা বেশি বড় হয়নি। শুধু তেম্বা বাভুমা ও দি ব্রুইন ছিলেন অপ্রতিরোধ্য। সিরিজে প্রোটিয়াদের মাঝে এই দুজনই প্রথমবার দেখা পেলেন সেঞ্চুরি জুটির। ১২৩ রানের জুটি ভেঙেছেন হেরাথ। ৬৩ রানে ফেরেন বাভুমা। তার বিদায়ের পর ১০১ রান করা দি ব্রুইনকেও বোল্ড করে সাজঘরের পথ দেখান হেরাথ। তাতে দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকা গুটিয়ে যায় ২৯০ রানে। ম্যাচসেরা ও সিরিজসেরা হয়েছেন ধারাবাহিক রান পাওয়া দিমুথ করুনারত্নে।