বৈষম্যের শিকার সেরেনা?

সেরেনা উইলিয়ামসক্রীড়াঙ্গনে কিছুদিন আগে বর্ণ বৈষম্যের অভিযোগটা তুলেছিলেন জার্মান মিডফিল্ডার মেসুত ওজিল। রাগে ক্ষোভে জার্মান দলকে বিদায় দিয়েছেন। এবার টেনিস অঙ্গনে বৈষম্যের অভিযোগ তুললেন যুক্তরাষ্ট্রের টেনিস তারকা সেরেনা উইলিয়ামস। তবে ওজিলের মতো বর্ণ বৈষম্যের কথা উল্লেখ করেননি সাবেক এক নম্বর তারকা।

টেনিস কোর্টে দুরন্ত হওয়াই কাল হয়েছে তার জন্যে। তার শারীরিক সক্ষমতা নিয়ে বার বার ভ্রু কুঁচকেছে যুক্তরাষ্ট্রের ডোপিং বিরোধী সংস্থা উসাডা। সন্দেহের মুখে বার বার মুখোমুখি হয়েছেন ডোপ টেস্টের।

এই টেস্টের সংখ্যা বাকিদের তুলনায় বেশি হওয়াতে ক্ষোভটা ঝেরেছেন নিজের টুইটার অ্যাকাউন্টে। সরাসরি প্রশ্নে তুলে বলেছেন, ‘টেনিসের যতজন আছে তাদের চেয়ে আমারই বেশি টেস্ট হয়ে থাকে। এটা কি বৈষম্য? আমার মনে হয় তাই।’ প্রশ্ন তুলবার সঙ্গে সঙ্গে ক্রীড়াঙ্গনকে কালিমা মুক্ত রাখার প্রত্যয় জানিয়েছেন পরের অংশে, ‘বলতে গেলে একমাত্র আমি এই খেলাটাকে কালিমা মুক্ত রাখতে চাইবো। তাতে যাই হোক, আমি প্রস্তুত।’

কিছুদিন আগে একটি ওয়েবসাইটে প্রকাশিত খবরে বলা হয়, এ বছর যুক্তরাষ্ট্রের খেলোয়াড়দের যেখানে একবার ডোপ টেস্ট করা হয়েছে। সেখানে সেরেনা টেস্টের মুখোমুখি হয়েছেন ৫বার! সংখ্যার তুলনার বিচারে তাতো বৈষম্যই?