টেস্টের শীর্ষ ব্যাটসম্যান কোহলি

বিরাট কোহলি।এজবাস্টনে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন বিরাট কোহলি। ব্যাটসম্যানদের ব্যর্থতার মিছিলে চোয়ালবদ্ধ মানসিকতা দেখিয়ে প্রথম ইনিংসে হাঁকান ২২তম সেঞ্চুরি। দ্বিতীয় ইনিংসেও ছিল তার দৃঢ়চেতা মানসিকতা। জয়ের মুখটা দেখা হয়নি তবে ব্যক্তিগত টেস্ট র‌্যাংকিংয়ে শীর্ষস্থানটা নিজের করে নিয়েছেন। স্টিভেন স্মিথকে পেছনে ফেলে র‌্যাংকিংয়ের এক নম্বর ব্যাটসম্যান এখন বিরাট কোহলি।

প্রাপ্তির দিক দিয়ে কোহলির অর্জনটায় আছে অন্যরকম তৃপ্তি। ২০১১ সালের পর এবারই টেস্টে ব্যাটসম্যানদের তালিকার শীর্ষ স্থান অর্জন করলো ভারতীয় কোনও ব্যাটসম্যান। সবশেষ এমনটি করেছেন মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকার।

র‌্যাংকিংয়ে ৯৩৪ পয়েন্ট নিয়ে কোহলি এখন তালিকার শীর্ষে। ৯২৯ রেটিং নিয়ে পরে আছেন নিষিদ্ধ অস্ট্রেলিয়ান ক্রিকেটার স্টিভেন স্মিথ।

এজবাস্টনে ভারত হেরে গেছে ৩১ রানে। প্রথম ইনিংসে কোহলি করেন ১৪৯ রান আর দ্বিতীয় ইনিংসে করেন ৫১ রান।