বেতন বাড়লো সরফরাজ-আমিরের

সরফরাজ রয়েছেন এ ক্যাটাগরিতেবেতন কাঠামো নতুন করে সাজিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগের তুলনায় নতুন কাঠামোতে বেতন বাড়ছে ২৫ থেকে ৩০ শতাংশ। সবচেয়ে বেশি বেতন বেড়েছে এ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের।

‘এ’ ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন আজহার আলী, অধিনায়ক সরফরাজ আহমেদ, ইয়াসির শাহ, বাবর আজম ও মোহাম্মদ আমির। নতুন কাঠামো অনুযায়ী তাদের মাসিক বেতন দাঁড়িয়েছে প্রায় ৬ লাখ টাকা।

‘বি’ ক্যাটাগরিতে আছেন অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ, টেস্ট ব্যাটসম্যান আসাদ শফিক। রয়েছেন ফখর জামান, হাসান আলী, শাদাব খান ও ফাহিম আশরাফ। এই ক্যাটাগরির বেতন ৩ লাখ ৭৭ হাজার টাকা।

‘সি’ ক্যাটাগরিতে রয়েছেন মোহাম্মদ আব্বাস, ওয়াহাব রিয়াজ, জুনায়েদ খান, হারিস সোহেল, ইমাম উল হক, মুহাম্মদ নওয়াজ, উসমান শিনওয়ারি, শান মাসুদ ও ইমাদ ওয়াসিম। তাদের বেতন ধরা হয়েছে আড়াই লাখ টাকার কিছু বেশি।

‘ডি’ ক্যাটাগরিতে রয়েছেন রুম্মন রঈস, আসিফ আলী, রাহাত আলী, উসমান সালাউদ্দিন, হুসেইন তালাত। এই ক্যাটাগরির বেতন ১ লাখ ৩০ হাজার টাকার কিছু বেশি। ক্যাটাগরি ই-তে রয়েছেন বিলাল আসিফ, সাদ আলী, মোহাম্মদ রিজওয়ান, শাহীন আফ্রিদি, শাহিবজাদা ফারহান, মির হামজা। এই গ্রুপের বেতন ৬৮ হাজার টাকার কিছু বেশি।

শুধু বেতনের ক্ষেত্রেই নয়, ক্রিকেটাররা বাড়তি সুবিধা পাচ্ছেন ম্যাচ ফির ক্ষেত্রেও। আগের তুলনায় ম্যাচ ফি বেড়েছে ২০ শতাংশ। নতুন এই কাঠামো চলবে ২০১৮-১৯ মৌসুম পর্যন্ত। চুক্তিভুক্ত খেলোয়াড়ের তালিকায় রয়েছেন ৩৩জন।