লর্ডসে টস ছাড়াই পরিত্যক্ত প্রথম দিনের খেলা

বৃষ্টিতে ঢেকে রাখা হয় পিচ।ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে রোমাঞ্চ ছড়িয়েও জয়ের দেখা পায়নি ভারত। দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর ইচ্ছে ছিল সফরকারীদের। তাতে বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। লর্ডসে টানা বৃষ্টিতে টসটাও করা যায়নি প্রথম দিন। টস ছাড়া পরিত্যক্ত হয়েছে প্রথম দিনের খেলা।

লর্ডসে ২০০১ সালের পর টেস্টের প্রথম দিন পুরোপুরি ভেসে গেলো। সবশেষ পাকিস্তানের বিপক্ষে এমনটি হয়েছিল। নাছোড়বান্দা বৃষ্টিতে কোনও দলই একাদশ ঘোষণা করেনি।

টেস্টের বাকি দিনগুলোতে আবহাওয়া ভালোর দিকে থাকার কথা। তবে শুক্রবার দুপুরের পর হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তেমনটি হলে এই টেস্টের ভাগ্য প্রভাবিত হবে বৃষ্টির বাধায়।

এই টেস্টে ইংল্যান্ডের হয়ে অভিষেক হওয়ার কথা রয়েছে ব্যাটসম্যান অলিয়ে পোপের। মনোবল কিছুটা হলেও নিচুতে থাকার কথা বেন স্টোকস খেলতে পারবেন না বলে। গত বছরের মারামারির ঘটনায় আদালতে হাজিরা দিতে হয়েছে ইংলিশ অলরাউন্ডারকে। যদিও প্রথম টেস্ট ৩১ রানে জিতে ৫ ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে আছে আছে স্বাগতিক ইংল্যান্ড।