ভক্তদের প্রতি কোহলির অনুরোধ

বেতন বাড়লো ধোনি-কোহলিদেরলর্ডসে ইংলিশদের বিপক্ষে নাজেহাল হওয়ার পর থেকে স্বস্তিতে নেই বিরাট কোহলিরা। সমালোচনার বাণে বিদ্ধ হচ্ছেন একের পর এক। ভক্ত-সমর্থকরাও ধৈর্যহারা হয়ে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন কোহলিদের। ভক্তদের এমন আচরণের পর থেকে আবেগ মথিত হয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট দিতে বাধ্য হয়েছেন ভারতীয় অধিনায়ক। ভক্তদের বলেছেন, আস্থা না হারাতে।

লর্ডসে ১৫৯ রানের ইনিংস ব্যবধানে হেরেছে ভারত। দ্বিতীয় টেস্টে হারের পর সিরিজ খোয়ানোর আশঙ্কার সামনে রয়েছে ভারতীয় দল। বিশ্বেসেরা ব্যাটিং লাইন আপ বলে বিবেচিত দলটির দুই ইনিংসে বিবর্ণ চেহারা মানতে পারছে না কেউ। তাই ফেসবুক পেজে কোহলির অনুরোধ, ‘কখনও আমরা জয় পাই, আবার কখনও আমরা শিক্ষা নেই। আপনারা কখনও আমাদের ওপর থেকে আস্থা হারাবেন না। আমারও হারাবো না প্রতিজ্ঞা করলাম। সামনে আরও এগিয়ে যেতে চাই।’

ফেসবুকে বিরাট কোহলির পোস্ট।দুই টেস্টে অবশ্যই ভুল ছিল অনেক। সেই ভুল থেকে শিক্ষা নেওয়া ছাড়া আর কোনও উপায় দেখছেন না ভারতীয় অধিনায়ক, ‘সিরিজে যতই সামনে যাচ্ছি ততই আমাদের ভুলগুলোর দিকে আমাদের নজর দেওয়া উচিত। একই সঙ্গে সেগুলো শুধরে নেওয়া উচিত। স্পোর্টসম্যান হিসেবে এর বিকল্প কোনও কিছু নেই।’

দ্বিতীয় টেস্টে ভারত প্রথম ইনিংসে গুটিয়ে যায় ১০৭ রানে আর দ্বিতীয় ইনিংসে অলআউট হয় ১৩০ রানে। সিরিজ বাঁচাতে তৃতীয় টেস্টে ঘুড়ে দাঁড়ানোর বিকল্প নেই কোহলিদের। দ্বিতীয় টেস্টে ইনিংসে হারলেও প্রথম টেস্টে রোমাঞ্চের জন্ম দিয়ে তারা হেরেছে ৩১ রানে।