ধারে বেসিকতাসে যাচ্ছেন কারিউস?

কারিউসলিভারপুলে গোলকিপার আলিসন আসার পর লরিস কারিউসের চাহিদা এখন কমতির দিকে। প্রথম পছন্দের গোলকিপার হয়ে থাকলেও চ্যাম্পিয়নস লিগ ব্যর্থতায় সেই অবস্থান হারিয়ে ফেলেছেন আলিসনের কাছে। এই অবস্থায় কারিউসকে ধারে দুই বছরের জন্যে তুরস্কের ক্লাব বেসিকতাসে পাঠাতে চাচ্ছে রেডরা। সব কিছু এখনও আলোচনার পর্যায়ে রয়েছে।

চ্যাম্পিয়নস লিগে তার অস্বাভাবিক পারফরম্যান্সই কাল হয়ে দাঁড়িয়েছে শেষ পর্যন্ত। দুই ভুলে রিয়াল মাদ্রিদের কাছে তারা হেরেছে ৩-১ ব্যবধানে। এরপর জার্মান এই গোলরক্ষক নিজের ক্লাবে প্রথম পছন্দের জায়গাটা হারিয়ে ফেলেন। জুলাইয়ে সবশেষ বিশ্ব রেকর্ড ফিতে আলিসনকে কেনা হলে লিভারপুলে তার স্থায়ী আসনটা হয়ে পড়ে নড়বড়ে। সোমবার ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে খেলার আগে দলের সঙ্গে থাকলেও তাকে খেলায়নি লিভারপুল।

শেষ পর্যন্ত জার্মান এই গোলকিপার ধারে খেলতে রাজি হলে লিভারপুলে আলিসনের পর বিকল্প হিসেবে থাকবেন কেবল সিমোন মিগনোলেট।