লাখ টাকার দুটি গরু কোরবানি দিয়েছেন মোস্তাফিজ

দুটি গরু কিনেছেন মোস্তাফিজ।বরাবরের মতো গ্রামের বাড়িতে কোরবানির ঈদ উদযাপন করছেন বাংলাদেশ জাতীয় দলের তারকা পেসার মোস্তাফিজুর রহমান। সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তেঁতুলিয়া গ্রামে নিজ বাড়িতে পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করছেন। কোরবানি করতে গরু কিনেছেন দুটি। যার একটির মূল্য এক লাখ ১০ হাজার টাকা, অপরটির মূ্ল্য দেড় লাখ।

এর আগে অবশ্য বুধবার সকাল ৮টায় কালিগঞ্জ উপজেলা তেঁতুলিয়া পশ্চিমপাড়া ঈদগাহে ঈদের নামাজ আদায় আদায় করেন তিনি। গ্রামের ঈদগাহ ও মসজিদের উন্নয়নে দুই লাখ টাকা আর্থিক অনুদানও দিয়েছেন এবার। ঈদুল আজহার নামাজ শেষে দুটি গরু কোরবানি দেন কাটার মাস্টার।

একটি গরুর মূল্য এক লাখ ১০ হাজার টাকা, অপরটির মূ্ল্য দেড় লাখ টাকা।মোস্তাফিজুর রহমানের সেঝো ভাই মোকলেছুর রহমান পল্টু কোরবানি প্রসঙ্গে জানান, ‘মোস্তাফিজ এবারের ঈদে দুটি গরু কোরবানি দিয়েছে। যার একটির মূল্য ১ লাখ ১০ হাজার টাকা ও অপরটির মূল্য দেড় লাখ টাকা।’

দুটি গরু কেনার লক্ষ্য গরীব-দুস্থদের মাঝে কোরবানীর মাংস বিতরণ। সেই উদ্যোগের কথা জানিয়ে মোকলেছুর রহমান আরও জানান, ‘মোস্তাফিজ গরীব-দুঃখী মানুষের মাঝে কোরবানীর মাংস বিতরণ করেছে।’

ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে দেশে ফিরে ১১ আগস্ট বাড়িতে এসেছেন মোস্তাফিজ। ক্যাম্পে যোগ আগামী ২৬ আগস্ট ঢাকায় ফিরবেন।