ক্ষমা চাইলেন লরি

উগো লরি

মদ্যপ হয়ে গাড়ি চালিয়ে অনুতপ্ত ফ্রান্সের বিশ্বকাপ জয়ী অধিনায়ক উগো লরি। পুলিশের দ্বারস্থ হয়ে জামিনে রয়েছেন আপাতত। এমন ঘটনার পর কৃতকর্মের জন্যে সবার কাছে ক্ষমা চেয়েছেন তিনি।

রাশিয়া বিশ্বকাপে ফ্রান্সের ঐতিহাসিক জয়ে ভূমিকা রেখেছেন উগো লরি। বিশ্বকাপ জয়ী তারকার কাছ থেকে এমন আচরণ ভালো চোখে নেয়নি অনেকেই। ব্যক্তিগত ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ায়  পরিবারসহ ক্লাব, সতীর্থ ও ভক্তদের কাছে এক বিবৃতিতে ক্ষমা চেয়েছেন লরি, ‘আমি আমার পরিবার, ক্লাব, সতীর্থ, কোচ ও সব ভক্তদের কাছে হৃদয়ের অন্তঃস্থল থেকে ক্ষমা চাচ্ছি।’

মদ্যপ হয়ে গাড়ি চালানোকে নিজেও নৈতিক মনে করছেন না ৩১ বছর বয়সী গোলরক্ষক। তার মতে, ‘মদ্যপ হয়ে গাড়ি চালানো কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। আমি কৃতকর্মের সব দায় নিজের কাঁধে নিচ্ছি। এমন বিতর্কিত উদাহরণের সঙ্গী আমি হতে চাইনি।’

ওয়েস্ট লন্ডনে লরিকে মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে দেখে তাকে অনুসরণ করে থামিয়ে দেন কর্মরত স্থানীয় পুলিশ কর্মকর্তা। আইন ভাঙার অপরাধে দুই সন্তানের জনককে সাত ঘণ্টা জেলে থাকতে হয়েছে! জামিনে মুক্ত হলেও তাৎক্ষণিক পরিস্থিতিতে পুরোপুরি অপ্রকৃতিস্থ ছিলেন। এমনকি পায়ে হেঁটে বাসায় পৌঁছেছেন এর পর। তখন গণমাধ্যমের মুখোমুখি হলেও সাড়া দেননি কোনও প্রশ্নের। অবশেষে বিবৃতিতে কৃতকর্মের জন্যে ক্ষমা চাইলেন সবার কাছে।