ইউএস ওপেনে উত্তাপ ছড়াচ্ছে তীব্র দাবদাহ

তীব্র গরমে বরফ দেওয়া তোয়ালে গায়ে জড়াচ্ছেন জোকোভিচ।

ইউএস ওপেনে কোর্টের লড়াইয়ের চেয়ে উত্তাপ ছড়াচ্ছে স্থানীয় তাপমাত্রা। তীব্র দাবদাহ সহ্য করতে পারছেন না অনেকেই। তাই খেলার মাঝপথেই নিজেদের প্রত্যাহার করে নিয়েছেন ৫জন। প্রথম রাউন্ডে এমন ভীতিকর পরিবেশের মাঝেও লড়াই করে দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন রজার ফেদেরার, নোভাক জোকোভিচ।

ইউএস ওপেনের বর্তমান পরিবেশকে বলা হচ্ছে অত্যন্ত ভয়ানক। তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসের সঙ্গে বাতাসের আর্দ্রতা ৫০ শতাংশ। গরমের প্রচণ্ডতা প্রভাব ফেলছে খেলোয়াড়দের পারফরম্যান্সে।  মাঝপথে খেই হারিয়েও এমন পরিবেশে তারকাদের তীব্র লড়াইয়ে কমতি দেখা যায়নি। ২০টি গ্র্যান্ড স্লামের মালিক রজার ফেদেরার হারিয়েছেন জাপানের ইউশিহিতো নিশিওকাকে। ফেদেরার জয় পেয়েছেন ৬-২, ৬-২, ৬-৪ গেমে।

নোভাক জোকোভিচও জয় পেয়েছেন প্রথম রাউন্ডে। নিউ ইয়র্কের তীব্র গরম ভুগিয়েছে সার্বিয়ান জোকোভিচকেও। তবে লড়াইয়ে ছাড় দেননি এক বিন্দু। ১৪তম গ্র্যান্ড স্লামের লক্ষ্যে থাকা জোকোভিচ হারিয়েছেন হাঙ্গেরির মারটন ফুসকোভিকসকে। জোকোভিচ জয় পেয়েছেন ৬-৩, ৩-৬, ৬-৪, ৬-০ গেমে।

তীব্র গরমে দ্বিতীয় সেটে পুরোপুরি নাকাল হয়ে পড়েছিলেন জোকোভিচ। তাই চেয়ারের পাশে কিছুটা স্বস্তি পেতে সিক বাকেট এনে রেখেছিলেন। বরফ দেওয়া তোয়ালে দিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করেছেন। আয়োজকরাও বেশ সতর্ক এবার। তীব্র গরমে খেলোয়াড়দের স্বস্তি ফেরাতে কিছু উদ্যোগ এবারই নেওয়া হয়েছে প্রথম।

মেয়েদের এককে দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন অস্ট্রেলিয়া ওপেন চ্যাম্পিয়ন ক্যারোলিন ওজনিয়াকি। স্বদেশি স্যাম স্টোসুরকে ৬-৩, ৬-২ গেমে হারিয়েছেন। দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন পেত্রো কেভিতোভা। দুইবারের উইম্বলডন চ্যাম্পিয়ন ৬-১, ৬-৪ গেমে হারিয়েছেন বেলজিয়ান ইয়ানিনা উইকমায়ারকে।