চতুর্থ রাউন্ডে ফেদেরার-জোকোভিচ

ফেদেরার-জোকোভিচরেকর্ড ২০টি গ্র্যান্ড স্লামের মালিক রজার ফেদেরার। অথচ এই ইউএস ওপেনে ২০০৮ এর পর জেতেননি কোনও গ্র্যান্ড স্লাম। পাঁচবারের চ্যাম্পিয়ন ফেদেরার এবার সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন অনায়াসে। অস্ট্রেলিয়ান নিক কিরগিয়োসকে হারিয়ে নিশ্চিত করেছেন চতুর্থ রাউন্ড।

প্রথম সেটে প্রতিরোধ দেওয়ার চেষ্টা করেছিলেন কিরগিয়োস। এক পর্যায়ে তাদের গেমের ব্যবধান ছিল ৫-৪। মনোযোগ হারিয়ে সেই সেট হেরে যান ৬-৪ গেমে। পরের দুই সেটেও ছিল একই চিত্র। ফেদেরারের জয় নিশ্চিত হয় ৬-৪, ৬-১ ও ৭-৫ গেমে।

ইউএস ওপেনের আরেক ফেভারিট নোভাক জোকোভিচও নিশ্চিত করেছেন চতুর্থ রাউন্ড। ফরাসি রিচার্ড গ্যাসকেটকে হারিয়েছেন ৬-২, ৬-৩, ৬-৩ গেমে। মুখোমুখি লড়াইয়ে গ্যাসকেটের বিপক্ষে শ্রেষ্ঠত্ব ধরে রেখেছেন সার্বিয়ান জকোভিচ। সেই ধারাবাহিকতায় আর্থার অ্যাশ স্টেডিয়ামে ১৪ বারের মুখোমুখি লড়াইয়ে এটা জোকোভিচের ১৩তম জয়।  কোয়ার্টার ফাইনালে জোকোভিচের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী রজার ফেদেরার।

মেয়েদের এককে অবশ্য নক্ষত্র পতনের ঘটনা ঘটেছে তৃতীয় রাউন্ডে। ছিটকে গেছেন অ্যাঞ্জেলিক কেরবার ও পেত্রা কেভিতোভা। উইম্বলডন চ্যাম্পিয়ন কেরবারকে ৩-৬, ৬-৩, ৬-৩ গেমে হারিয়েছেন ২৯তম বাছাই স্লোভাক ডোমিনিকা চিবুলকোভা।

অপরদিকে কেভিতোভা ৭-৫, ৬-১ গেমে হেরেছেন বেলারুসিয়ান আরইয়ানা সাবালেঙ্কার কাছে। তবে চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছেন রুশ মারিয়া শারাপোভা। দাপুটে জয়ে ৬-৩, ৬-২ গেমে হারিয়েছেন হেলেনা ওস্তাপেঙ্কোকে।