কলম্বিয়ার সঙ্গে গোলশূন্য ড্র আর্জেন্টিনার

আর্জেন্টিনা গোলশূন্য থেকেছে প্রীতি ম্যাচে।আগের ম্যাচে গুয়াতেমালাকে ৩-০ গোলে হারিয়ে প্রেরণার রসদ খুঁজে পেয়েছিল আর্জেন্টিনা।  মেসিহীন আলবিসেলেস্তেরা পরের ম্যাচে একই চেষ্টায় থাকলেও থেকেছে জয়হীন। তবে কলম্বিয়ার বিপক্ষে অজেয় থাকার রেকর্ডটি অক্ষুণ্ন রেখেছে। নিউ জার্সিতে কলম্বিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করেছে আর্জেন্টিনা।

মেট লাই লাইফ স্টেডিয়ামে লাতিন আমেরিকান দুই প্রতিদ্বন্দ্বী প্রথমার্ধে ছিলো নজরকাড়া।  বরং ভারপ্রাপ্ত কোচের অধীনে মেসিহীন আর্জেন্টিনা খুনে মেজাজে ছিলো সবচেয়ে বেশি। সপ্তম মিনিটে আর্জেন্টাইন মিডফিল্ডার পালাসিওসের দারুণ চেষ্টায় সুযোগ পেয়েছিলেন লক্ষ্যভেদের। যদিও তা রুখে দিয়েছেন কলম্বিয়া গোলকিপার ওসপিনা।

কলম্বিয়াও প্রথমার্ধে সুযোগ পেয়েছে জাল কাঁপানোর। রাদামেল ফ্যালকাওর নিচু শট ঠেকিয়ে দেন ফ্রাঙ্কো আরমানি। দ্বিতীয়ার্ধে আক্রমণ প্রতিআক্রমণ হলেও প্রথমার্ধের মতো তা আগ্রাসী ছিলো না কোনও দল। শেষ পর্যন্ত গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছেড়েছে কলম্বিয়া, আর্জেন্টিনা।

কলম্বিয়া সবশেষ আর্জেন্টিনাকে হারিয়েছে ২০০৭ সালে। এর পর থেকে কলম্বিয়ার বিপক্ষে অপরাজেয় থাকার রেকর্ড ধরে রেখেছে আলবিসেলেস্তেরা।