নেপাল-মালদ্বীপ-পাকিস্তানের গ্রুপে বাংলাদেশ

টুর্নামেন্টের গ্রুপিং অনুষ্ঠিত হয়েছে বাফুফে ভবনে।আগামী ২৫ অক্টোবর নেপালে অনুষ্ঠিত হবে ছেলেদের অনূর্ধ্ব-১৫ ফুটবল। টুর্নামেন্টকে ঘিরে ড্র শেষ হয়েছে বৃহস্পতিবার। বাংলাদেশ পড়েছে গ্রুপ-‘এ’ তে। তাদের সঙ্গী নেপাল, মালদ্বীপ ও পাকিস্তান। গ্রুপ ‘বি’ তে জায়গা হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত, ভুটান ও শ্রীলঙ্কার।

এই টুর্নামেন্টকে ঘিরে বাংলাদেশ প্রস্তুতি শুরু করেছে অনেক আগেই। নীলফামারীতে প্রায় দুই মাসের আবাসিক ক্যাম্প করেছে ছেলেরা। ক্যাম্প শেষে নেপাল যাবে অনূর্ধ্ব-১৫ দল।

বাংলাদেশ দলের কোচ পারভেজ বাবুর কাছে আসরের গ্রুপিংকে মনে হচ্ছে খুব চ্যালেঞ্জিং। এর ব্যাখ্যায় তিনি বাংলা ট্রিবিউনকে জানান, ‘আমাদের ম্যাচ বেশি খেলতে হবে। অন্য গ্রুপে থাকলে একটি ম্যাচ কম খেলতে হতো। সেক্ষেত্রে চ্যালেঞ্জটা একটু বেশি হয়ে গেল। তারপরেও আমরা ভালো করার জন্য খেলবো। সামনে যেই দলই পড়ুক না কেন।’

অনূর্ধ্ব-১৫ দলের ফুটবলের সর্বশেষ আসরে বাংলাদেশ তৃতীয় হয়েছিল। এবার বাংলাদেশের লক্ষ্য ফাইনাল।