বার্সার চ্যাম্পিয়নস লিগ মিশন শুরু আজ

জয় পেতে মুখিয়ে বার্সোলোনা

চ্যাম্পিয়নস লিগের বিগত তিনটা মৌসুম ভুলে যেতে চাইবে বার্সেলোনা। তিনবারই যে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছে মেসিদের। তাই নতুন মৌসুমে অতীত পরিবর্তনের অপেক্ষায় এরনেস্তো ভালভারদের দল। চ্যাম্পিয়নস লিগের উদ্বোধনী দিনে বার্সা মুখোমুখি হবে ডাচ ক্লাব পিএসভি আইন্দহোফেনের। মঙ্গলবার রাত ১০টা ৫৫ মিনিটে ম্যাচটি শুরু হবে। সম্প্রচার করবে সনি টেন টু।

আগের ব্যর্থতা এবার মুছে ফেলতে দৃঢ় প্রতিজ্ঞ কোচ এরনেস্তো ভালভারদে। সেই লক্ষ্যে লা লিগার নতুন মৌসুমে বার্সা চলছে বিনা বাধায়। চার ম্যাচেই জয় কাতালানদের। ন্যু ক্যাম্পে চ্যাম্পিয়নস লিগের শুরুটাও জয় দিয়ে করতে চান ভালভারদে। তাই বলে প্রতিপক্ষ ভাবনায় নির্ভার নন মোটেও, ‘ওরা ডাচ চ্যাম্পিয়ন। যে কোনও সময় হানা দিতে পারে আমাদের রক্ষণে। আমরাও তাদের রুখতে সেই চেষ্টাই করবো।’

আজকের ম্যাচে পরিবর্তন আসতে পারে শুরুর একাদশে। সের্হিয়ো বুসকেতস ও ফিলিপে কৌতিনিয়োকে দেখা যেতে পারে। ইনজুরি কাটিয়ে ফিরেছেন ম্যালকম।

অপর দিকে প্রতিপক্ষ বার্সা হওয়াতে জায়ান্টদের কাছে অসহায় আত্মসমর্পণ করতে রাজি নন পিএসভি কোচ মার্ক ফন বোমেল। উল্টো অপেক্ষায় আছেন চমকের, ‘অনেকেই বলছে বার্সায় যাওয়া মানে ১-০, ২-০ অথবা ২-১ গোলে হারা। আমাদের লক্ষ্য অবশ্য তেমন নয়। যদি সেভাবেই ভাবি তাহলে ঘরে বসে থাকা শ্রেয়। মৌসুমে একবার না হলে দুইবার চমক থাকেই।’

চ্যাম্পিয়নস লিগের আরেক ম্যাচে মঙ্গলবার দিবাগত রাত ১টায় মুখোমুখি হবে লিভারপুল ও পিএসজি। এই ম্যাচটিও দেখাবে সনি টেন টু।