দক্ষিণ আফ্রিকা ছেড়ে কাউন্টিতে পারনেল

কাউন্টিতে ইতোমধ্যে খেলছেন পারনেল।আপাতদৃষ্টিতে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনে দিয়েছেন ওয়েইন পারনেল। কোলপ্যাক চুক্তি করে কাউন্টিতে নাম লিখিয়েছেন দক্ষিণ আফ্রিকান পেসার। নিজের ইচ্ছায় খেলতে যাচ্ছেন উস্টারশায়ারে।

২৯ বছর বয়সী পারনেল সবশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন প্রায় এক বছর হলো। ২০১৭ সালে বাংলাদেশের বিপক্ষে খেলে চোট জর্জর হয়ে মাঠের বাইরে ছিলেন দীর্ঘ সময়। এই সময়ে কেন্দ্রীয় চুক্তিতেও বিবেচিত হননি। এমনকি নির্বাচকদের সঙ্গেও যোগাযোগ রাখেননি।

কারণ চোটের পর থেকেই তার ভাবনায় ছিলো কাউন্টি ক্রিকেট। পারনেল স্বীকার করেছেন জাতীয় দল থেকে ছিটকে যাওয়ার পর প্রায় এক বছর থেকে এমন ভাবনা ভেবে রেখেছিলেন। এর প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘আমার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত ছিলো এটা। অবশ্যই এক রাতের সিদ্ধান্ত ছিলো না। তবে সব ভেবে নিয়েই এমন সিদ্ধান্ত নিয়েছি। যারা আমাকে সহযোগিতা করেছেন তাদের সবাইকে ধন্যবাদ, বিশেষ করে পরিবার ও বন্ধুদের।’

শুধু পারনেল নন গত কয়েক বছর ধরে দক্ষিণ আফ্রিকা থেকে কাউন্টিতে যোগ দেওয়া ক্রিকেটারের সংখ্যা কম নয়। মরনে মরকেল, কাইল অ্যাবোট ও রাইলি রোসের মতো ক্রিকেটার যোগ দিয়েছেন কাউন্টিতে। ২৯ বছর বয়সী পারনেল প্রোটিয়াদের হয়ে খেলেছেন ৬৫টি ওয়ানডে আর টি-টোয়েন্টি ৪০টি।