বঙ্গবন্ধু গোল্ডকাপে নেই গোলকিপার শহীদুল

গোলকিপার শহীদুল ২২ নম্বর জার্সিতে। সাফ ফুটবলে নেপালের বিপক্ষে ‘ভুতুড়ে’ গোলের জন্ম দিয়ে সমালোচিত হয়েছেন গোলকিপার শহীদুল আলম সোহেল। চ্যাম্পিয়নস লিগে এমন ভুলের জন্ম দিয়েছিলেন লিভারপুল গোলরক্ষক কারিউসও। সেই ভুলের মাশুল দিতে হলো দল থেকে বাদ পড়ে। বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে রাখা হয়নি সমালোচিত শহীদুলকে।
শহীদুলের ভুলেই ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। যে কারণে সাফে দারুণ শুরু করা বাংলাদেশ আর সেমিফাইনালের টিকিট কাটতে পারেনি। এ নিয়ে আলোচনা-সমালোচনাও কম হয়নি। তার জেরেই শেষ পর্যন্ত আসন্ন বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে বাংলাদেশ দল থেকে বাদ পড়লেন শহীদুল আলম সোহেল। তাকে ছাড়া ৩১ সদস্যের প্রাথমিক ফুটবল দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
আগামী ২০ সেপ্টেম্বর বিকাল থেকে প্রাথমিক দলে থাকা খেলোয়াড়দের আবাসিক ক্যাম্প শুরু হয়ে যাবে। ম্যানেজার সত্যজিত দাশ রুপুর কাছে রিপোর্ট করতে বলা হয়েছে ডাক পাওয়া খেলোয়াড়দের।
প্রাথমিক দল: আশরাফুল ইসলাম রানা, আনিসুর রহমান, রাসেল মাহমুদ,মাহফুজ হাসান প্রিতম, বিশ্বনাথ ঘোষ, টুটুল হোসেন বাদশা, তপু বর্মন, ওয়ালি ফয়সাল, সুশান্ত ত্রিপুরা, রহমত মিয়া, নাসিরউদ্দীন চৌধুরী, ইয়াসিন খান, আরিফুল ইসলাম, মামুনুল ইসলাম, আতিকুর রহমান ফাহাদ, জামাল ভূঁইয়া, মাশুক মিয়া জনি, বিপলু আহমেদ, ইমন মাহমুদ, রবিউল হাসান, জাফর ইকবাল, সাদ উদ্দিন, সোহেল রানা, ফয়সাল মাহমুদ, মোহাম্মদ ইব্রাহিম, মাহবুবুর রহমান সুফিল, শাখওয়াত রনি, নাবীব নেওয়াজ জীবন, তৌহিদুল আলম সবুজ, মতিন মিয়া ও জাবেদ খান।