পাকিস্তানকেই ফেভারিট মানছেন গাভাস্কার

সুনীল গাভাস্কার।বিরাট কোহলি না থাকায় এশিয়া কাপে ভারতের বিপক্ষে পাকিস্তানকেই ফেভারিট মানছেন ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কার। বুধবার গ্রুপ পর্বের খেরায় পাকিস্তান মুখোমুখি হবে ভারতের। আর সেই ম্যাচকে ঘিরে গাভাস্কারের বিশ্লেষণ, ‘পাকিস্তানই এখানে ফেভারিট।’

এমন ধারণার পেছনে অবশ্য যুক্তি আছে গাভাস্কারের। তার যুক্তি, ‘চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতকে ফাইনালে হারিয়ে মনস্তাত্ত্বিক ভাবে এগিয়ে আছে পাকিস্তান। কারণ আগের ম্যাচ অথবা সবশেষ খেলা বল সব সময় মনে গেঁথে থাকে। এটা মনের মাঝে অনিশ্চয়তার ছাপ ফেলে দেয়।’

এবার অবশ্য বিশ্রামে নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি। তার জায়গায় দায়িত্ব পালন করছেন রোহিত শর্মা। তাই নিয়মিত অধিনায়ক বিরাট কোহলির অনুপস্থিতিকেও প্রতিপক্ষের জন্যে প্লাস পয়েন্ট মনে করেন ১৯৮৩ বিশ্বকাপ জয়ী তারকা, ‘বিরাটের অনুপস্থিতিও মূল প্রভাবক হয়ে দাঁড়াবে এই ম্যাচে।’