ভারত-পাকিস্তানের ফাইনালের হাতছানি

যেই জিতবে ফাইনালের পথে এগিয়ে যাবে।এশিয়া কাপের গ্রুপ পর্বে ভারত-পাকিস্তানের ঝাঁজালো লড়াইয়ের দেখা মেলেনি। তাই বলে সুপার ফোরেও দেখা মিলবে না ভাবলে বেশি ভাবা হয়ে যাবে! উদাহরণ হিসেবে চ্যাম্পিয়নস ট্রফির কথাই বলতে হয়। গ্রুপ পর্বে পাকিস্তানকে ১২৪ রানের বিশাল ব্যবধানে হারিয়েছিল ভারত। আর সেই ভারতকেই ফাইনালে দাপুটে ভঙ্গিতে ১৫৮ রানে কুপোকাত করে চ্যাম্পিয়নস ট্রফি ঘরে তোলে বাবর আজমরা। এমন অনাকাঙ্ক্ষিত বলেই ভারত-পাকিস্তান ম্যাচটি সবার কাছে হট কেক। রবিবার বিকাল সাড়ে ৫টায় মাঠে নামবে দুই দল। ম্যাচটি সম্প্রচার করবে স্টার স্পোর্টস-১।

আজকে দুই দলের জন্যই ম্যাচটি গুরুত্বপূর্ণ। সুপার ফোরে একটি করে ম্যাচ জেতায় আজ জিতলেই ফাইনালের পথে এগিয়ে যাবে জয়ী দল। তবে টুর্নামেন্টে ভারত এখনও অপরাজেয় একটি দল। পাকিস্তান ও বাংলাদেশ দুই দলকেই হারিয়েছে রোহিত শর্মার ভারত। একই সঙ্গে একই ভেন্যুতে থাকায় ক্লান্তি জনিত অবসাদের বিষয়টিও পেতে হচ্ছে না তাদের।

পাকিস্তানের জন্যে সুখবর হয়ে এসেছে শাদাব খানের ফিটনেস ফিরে পাওয়ার খবর। তবে আজ সাইড বেঞ্চে থাকতে হতে পারে মোহাম্মদ আমিরকে। শাদাব ফিরলে হারিস সোহেল বাদ পড়তে হতে পারেন।

ভারতীয় অধিনায়ক রোহিম শর্মা বেশ আত্মবিশ্বাসী ম্যাচটি নিয়ে। আগের ম্যাচের ধারাবাহিকতা এই ম্যাচেও ধরে রাখতে চান, ‘আমরা বিশ্রাম নিয়ে পাকিস্তান ম্যাচে নামছি। গ্রুপ পর্বে ওদের হারিয়েছি। তাই এই ম্যাচেও ধারাবাহিকতা ধরে রাখতে চাই।’

অপর দিকে পাকিস্তান ওপেনার ইমাম উল হক ভারতের বিপক্ষে নিজেদের বোলিং বিভাগকেই এগিয়ে রাখলেন, ‘বোলিং বিভাগ আমাদের মূল অস্ত্র। ওদের দ্রুত অলআউট করে দিতে চাই। ভারতের বিপক্ষে ব্যাটসম্যানরা আত্মসমর্পণ করেছিল। কিন্তু আজকের ম্যাচে ওদের ভোগাতে চাই।’