টি-টেন লিগে দুর্নীতি?

টি-টেন লিগ নিয়ে পিসিবির অসন্তুষ্টি।টি-টেন লিগে যথাযথ স্বচ্ছতা না থাকায় কয়েক দিন আগে পদত্যাগ করেছেন লিগ প্রেসিডেন্ট সালমান ইকবাল। এমন অভিযোগের পর থেকে পাকিস্তান ক্রিকেট বোর্ডও ভিন্ন পথে হাঁটছে। আর্থিক বিষয়ে পরিষ্কার স্বচ্ছতা না থাকলে লিগে পাকিস্তানি ক্রিকেটারদের এনওসি বা অনাপত্তি পত্র দেবে না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

আর্থিক বিষয়ে যথাযথ মনিটরিং না থাকায় আইসিসির কাছে লিখিতভাবে চিঠি দিয়েছেন পিসিবি চেয়ারম্যান এহসান মানি। এ সম্পর্কে লিগ নিয়ে নিজের অসন্তুষ্টির কথা জানিয়েছেন আইসিসির সাবেক সভাপতি, ‘যতক্ষণ পর্যন্ত লিগের বিনিয়োগ করা অর্থের বিস্তারিত জানতে পারবো না। ততক্ষণ টি-টেন লিগে ছেলেদের এনওসি দেওয়ার ক্ষেত্রে আমি নিজেকে বিরত রাখছি।’

তিনি কেনও এত কঠোর হয়েছেন সে ব্যাপারেও যুক্তি দিয়েছেন এহসান মানি, ‘এছাড়া আমি আইসিসির কাছে নিশ্চয়তা চেয়েছি। কারণ তারাই লিগটাকে বৈধতা দিয়েছে। তাই আইসিসির কাছ থেকে লিখিত প্রয়োজন এই বিষয়ে যে পাকিস্তানি ক্রিকেটারদের বিতর্কে ফেলবে এমন উপাদান লিগটিতে নেই। দুর্ভাগ্যবশত আমাদের ছেলেরা প্রায়ই ফাঁদে পা দিচ্ছে। আমার প্রধান দায়িত্ব ক্রিকেটারদের রক্ষা করা। আমার কাছে পাকিস্তান ক্রিকেটের সুনামই গুরুত্বপূর্ণ।’

দুবাইয়ে গত সোমবার ফ্র্যাঞ্চাইজিরা আইকন ক্রিকেটারদের ড্রাফটের জন্য মিলিত হয়েছিলেন। এর মাঝেই আচমকা পদত্যাগের ঘোষণা দিয়েছেন সালমান ইকবাল। একই সঙ্গে লিগের সব রকম কার্যক্রম থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন।