নির্বাচকদের বিবেচনায় নেই ম্যাথুজ

হাথুরুসিংহের সঙ্গে ম্যাথুজ।আপাতদৃষ্টিতে বোর্ডের সঙ্গে স্নায়ু যুদ্ধে নেমেছেন অ্যাঞ্জেলো ম্যাথুজ। সীমিত ওভারের নেতৃত্ব ভার কেড়ে নেওয়ার পর খোলা চিঠিতে করেছিলেন বিষোদগার। এবার ওয়ানডে স্কোয়াড থেকেও বাদ পড়েছেন লঙ্কান অলরাউন্ডার। বলা হয়েছে ফিটনেস ইস্যু। ম্যাথুজও জবাব দিয়েছেন বোর্ডকে। প্রয়োজনে ফিটনেস পরীক্ষা দেবেন যে কোনও সময়!

ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজে স্কোয়াড আনুষ্ঠানিকভাবে এখনও ঘোষণা করা হয়নি। ক্রীড়া মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে অনুমোদনের জন্যে। তাই প্রাথমিকভাবে বাদ পড়লেও পুনরায় দলে ফেরার সুযোগ রয়েছে তার। তবে সেই সম্ভাবনা খুবই ক্ষীণ।

গত শুক্রবার নির্বাচক ও কোচদের সঙ্গে হওয়া সভায় তার ফিটনেসই ছিলো কেন্দ্রবিন্দুতে। এক অর্থে এশিয়া কাপের আগেই ফিটনেস ইস্যুটি মাথা চাড়া দিয়ে উঠেছিলো। কিন্তু চন্ডিকা হাথুরুসিংহেই ম্যাথুজকে চোট শঙ্কায় ইয়ো ইয়ো টেস্ট করাতে নিষেধ করেন। এতে করে এশিয়া কাপের আগে চোটে পড়ে যাওয়ার শঙ্কা ছিলো তাকে নিয়ে।

আর এই পায়ের ইনজুরিই তাকে ভুগিয়েছে এশিয়া কাপে। বেশ কিছু রান আউটে রানের প্রান্ত বদলে তার দুর্বলতা ছিলো চোখে পড়ার মতো।

ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ১০ অক্টোবর।