বাংলাদেশ সফরে খেলার অনুমতি মিললো সিকান্দার রাজার

সিকান্দার রাজা।বিবাদ মিটিয়ে ফেলায় জাতীয় দলে প্রবেশের দুয়ার খুললো সিকান্দার রাজার। তাই আগামী মাসে জিম্বাবুয়ের বাংলাদেশ সফরে দেখা যাবে মারকুটে এই ব্যাটসম্যানকে। এতদিন কেন্দ্রীয় চুক্তি সংক্রান্ত বিবাদে জড়িয়ে ছিলো দুই পক্ষ।

ইংল্যান্ডে কোনও এনওসি না নিয়ে যাওয়ার পর থেকে রাজার ওপর ক্ষুব্ধ ছিলো জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। পরে আবেদন করলেও বোর্ড তা বাতিল করে দিয়েছিল। বরং তারা ছিল আরও শক্ত অবস্থানে। এমনকি কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের চুক্তিটিও বাতিল করা হয়েছিল। এরপরেই কেন্দ্রীয় চুক্তি বাতিল হয়ে যায় রাজার।

বোর্ডের এমন আচরণে রাজাও টুইট করে বসেন সঙ্গে সঙ্গে। টুইটারে জানান, তার মনে হচ্ছে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ সফরে বিবেচিত হবেন না। তবে জাতীয় দলে খেলতে নিজের প্রতিজ্ঞাবদ্ধতার কথা জানিয়েছিলেন।

সেই ঘটনার রেশ ধরে শুক্রবার বোর্ডের সঙ্গে সভায় বসেন রাজা। নিজের কৃতকর্মের জন্য সরাসরি ক্ষমা চেয়েছেন বোর্ডের কাছে। একই সঙ্গে জাতীয় দলের হয়ে খেলতে নিজের অবস্থানটিও স্পষ্ট করেন। এরপরেই নির্বাচকরা তাকে বাংলাদেশ সফরের জন্যে বিবেচনায় নেন। সফরে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে দুই দল। তবে দক্ষিণ আফ্রিকা সফরে তিনি থাকছেন না।

সুখবরের পর বিস্তারিত জানিয়ে রাজা বলেছেন, ‘আমি আনন্দের সঙ্গেই জানাচ্ছি জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের সঙ্গে আমার চলমান অবস্থার নিষ্পত্তি হয়েছে। এখন সব কিছু পেছনে ফেলে আমি মনোযোগ দিয়ে নিজের ক্রিকেটটা খেলতে চাই।’