ম্যাথুজ-হাথুরুসিংহের বিবাদ মেটাতে বললেন সাঙ্গাকারা

ম্যাথুজ-হাথুরুসিংহের বিবাদ মেটাতে সাঙ্গাকারার আহ্বান। চন্ডিকা হাথুরুসিংহের কল্যানে পুনরায় দলে নেতৃত্বের ভার মিলেছিলো অ্যাঞ্জেলো ম্যাথুজের। এমনকি এশিয়া কাপেও কোচের আস্থার প্রতীক ছিলেন। এশিয়া কাপ থেকে ছিটকে যাওয়ার পর থেকে সাপে নেউলে সম্পর্ক দেখা গেলো দুজনের। ম্যাথুজের নেতৃত্ব কেড়ে নিতে ভূমিকা ছিলো লঙ্কান কোচেরই। সেই সম্পর্ক মেরামতের কথা বলেছেন শ্রীলঙ্কান গ্রেট কুমার সাঙ্গাকারা।

গত কয়েক সপ্তাহ ধরে তাদের সম্পর্কের বৈপরীত্যটা চোখে পড়ে সবার। উন্মুক্ত চিঠি দিয়ে সব কিছু খোলাসা করেছেন ম্যাথুজ। বর্তমানে বিপরীত মেরুতে থাকা দুজনের কাছে আস্থাভাজন সাঙ্গাকারা চলমান পরিস্থিতি সামলাতে এগিয়ে এসেছেন উদ্যোগী হয়েই, ‘আমার মনে হয় যোগাযোগের এই অবনতি দ্রুতই মেটানো প্রয়োজন।’

সাঙ্গাকারা মনে করেন সংশ্লিষ্ট সবাইকে বসেই বিবাদ মিটিয়ে ফেলা উচিত, ‘বিষয়টা মিটমাট হওয়া প্রয়োজন সরাসরি। তাতে সৎ থেকে পরিষ্কারভাবেই অধিনায়ক, ম্যানেজমেন্ট ও সংশ্লিষ্ট খেলোয়াড়ের আলোচনা করা উচিত। কারণ জনসাধারণের কাছেও এ প্রসঙ্গে পরিষ্কার বার্তা পৌঁছানো উচিত যে কেন এমন সিদ্ধান্ত নেওয়া হলো যখন পরিস্থিতিটা খুবই আবেগময় একটা সময়।’

আপাতত হাথুরুসিংহের কল্পনাতে নেই বলে আসন্ন সিরিজের ওয়ানডে দলে ডাক পাননি ম্যাথুজ। সাঙ্গাকারা মনে করছেন লঙ্কান কোচের স্বভাবসিদ্ধ কৌশলে দ্রুতই দলে ফিরতে পারবেন তিনি, ‘আমার মনে হয় হাথুরুসিংহের যে কৌশল তাতে ম্যাথুজ অবশ্যই দলে ফিরতে পারবেন।’

বর্তমানে ওয়ানডে দলে বিবেচিত হননি। তবে টেস্ট থেকে তাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত এখনও আসেনি। সাঙ্গাকারা মনে করেন হাথুরুসিংহের সঙ্গেই কাজ করতে হবে ম্যাথুজের। যদিও পায়ের ইনজুরিতে আপাতত সীমিত ওভারের ম্যাচে বোলিং ছেড়ে দিয়েছেন। তাই ম্যাথুজের অলরাউন্ড রোলটা ধরে রাখা উচিত বলেই মত তার।–ক্রিকইনফো।