‘বার্সা মেসি নির্ভর নয়’

বার্সা মেসি নির্ভর নয় বলেই মত মেসির।বার্সেলোনার মেসি নির্ভরতা প্রসঙ্গ নতুন নয়। বার বার পুরনো প্রসঙ্গ মাথা চাড়া দিয়ে ওঠে কাতালানদের বিপদে মেসি ত্রাতা হয়ে উঠলে। শনিবার অ্যাথলেটিক বিলবাওর বিপক্ষে ড্রয়ের দিনেও উঠলো একই প্রসঙ্গ। মেসি অবশ্য এমন ভাবনার স্রোতে গা ভাসাচ্ছেন না। তিনি মনে করেন বার্সার অনেক ভালো খেলোয়াড় আছে যাদের থাকায় তার ওপর নির্ভর করতে হয় না।

বিইন স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেছেন, ‘আমাদের স্কোয়াড এবং এমনই একটি দল আছে যারা দুর্দান্ত।  তারা অনেক শক্তিশালী বলে কারো ওপর নির্ভর করতে হয় না।’

এমন প্রশ্ন উঠে যাওয়ার কারণ অবশ্য স্পষ্ট। শনিবার রাতে অ্যাথলেটিক বিলবাওর বিপক্ষে মেসি শুরুতে ছিলেন বেঞ্চে। বেঞ্চ গরম করে অবশেষে খেলতে নামেন ৫৫ মিনিটে। ততক্ষণে আগেই এক গোল হজম করে বসে বার্সা। এক পর্যায়ে হারের শঙ্কা পেয়ে বসা বার্সায় স্বস্তি ফেরান লিওনেল মেসিই। তার বানিয়ে দেওয়া বলেই মুনি আল হাদ্দাদির গোলে সমতায় ফেরে কাতালানরা। এমন অবস্থাতেও মেসি তার ওপর নির্ভরতাকে মেনে নিতে নারাজ, ‘এটা বার্সেলোনা। আমাদের যথেষ্ট খেলেয়োড় আছে, তাই এক জনের ওপর নির্ভর করার প্রয়োজন পড়ে না। তবে আজকের ফলটা লজ্জার। যেহেতু মৌসুমটা অনেক লম্বা, তাই এই মুহূর্তে আমাদের শান্ত থাকতে হবে।’