আর্জেন্টিনার কাছে পাত্তাই পায়নি ইরাক

ম্যাচের একটি মুহূর্ত।ব্রাজিলের বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে জয়ে ফিরেছে আর্জেন্টিনা। ইরাককে প্রীতি ম্যাচে ৪-০ গোলে হারিয়েছে স্ক্যালোনির শিষ্যরা।
ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচে মুখোমুখি হবে বলে সেই ঝাঁজটা যে কোনও অংশে কম হওয়ার নয় তার প্রমাণটা পাওয়া গেলো বৃহস্পতিবার রাতেই। সৌদি আরবে লিওনেল মেসি, আগুয়েরো ও হিগুয়েইনদের ছাড়া পরীক্ষাটা ভালোভাবেই চালিয়ে নিয়েছেন ভারপ্রাপ্ত কোচ স্ক্যালোনি। তার আস্থার প্রমাণও দিয়েছেন শুরুর একাদশে অভিষেক করা মার্তিনেস। শুরুর একাদশের প্রথম ম্যাচটা রাঙিয়ে নিয়েছেন ক্যারিযারের প্রথম গোলটি করে। ১৮ মিনিটে তার গোলেই এগিয়ে যায় আলবিসেলেস্তরা।

স্ক্যালোনির সময়ে যেই দিবালাকে নিয়ে সম্পর্কের অবনতির কথা শোনা যাচ্ছিলো সেই দিবালা শুরু থেকে ছিলেন আগ্রাসী ভূমিকায়। দ্বিতীয়ার্ধে তার প্রমাণ দিয়েছেন ভালোভাবে। নিজে জালের ঠিকানা খুঁজে না পেলেও জুভেন্টাস ফরোয়ার্ডের বানিয়ে দেওয়া বলে দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুন করেন বদলি হয়ে নামা রবের্তো পেরেইরা। প্রায় তিন বছর পর খেলতে নেমে নিজের স্বরূপ দেখালেন ওয়াটফোর্ডের এই স্ট্রাইকার। বদলি হয়ে নামার পর ১০ মিনিটও লাগেনি জালের ঠিকানা খুঁজে নিতে।

বাকি দুই গোল এসেছে শেষ মুহূর্তে। ৮২ মিনিটে জারমান পেজ্জেয়া ও ইনজুরি সময়ে ফ্রাঙ্কো সারভির গোলে ৪-০ গোলের বড় জয় নিয়ে প্রস্তুতি সারলো আর্জেন্টিনা। সবশেষ কলম্বিয়ার সঙ্গে প্রীতি ম্যাচটি ড্র হয়েছিলো গোলশূন্যতে। তবে ভারপ্রাপ্ত কোচ স্ক্যালোনির অধীনে বেশ ভালোভাবেই মানিয়ে নিয়েছে আর্জেন্টিনা। দুটি জয়ের পাশাপাশি ড্র ছিলো একটিতে। নেইমারদের পরীক্ষায় উতরাতে পারেন কিনা সেটাই এখন দেখার।