ফুটবলার বোল্টকে ডোপ টেস্টের নোটিশ

উসাইন বোল্ট।পেশাদার ফুটবলার হতে অস্ট্রেলিয়ায় আছেন উসাইন বোল্ট। ট্রায়ালে রীতিমতো সাড়া ফেলে দিয়েছেন দুই গোল করে। তবে সব কিছু এখনও আনুষ্ঠানিকতার বাইরে। অথচ তার মাঝে ডোপ টেস্টের নোটিশ ধরিয়ে দেওয়া হয়েছে সর্বকালের সেরা স্প্রিন্টারকে!

এমন টেস্টের জন্যে তাকে বাধ্য করছে অস্ট্রেলিয়ার ফুটবল ফেডারেশন। তাদের দাবি এলিট অ্যাথলেট হওয়াতেই তাদের এমন পদক্ষেপ। এমন ঘটনায় অলিম্পিকে ৮ বারের স্বর্ণজয়ী বোল্ট পুরোপুরি বিস্মিত। তাই এর বিরুদ্ধে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন ইন্সটাগ্রামে, ‘আমি ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে অবসর নিয়েছি শুধুমাত্র ফুটবলার হওয়ার আশায়। কিন্তু এটা কী হচ্ছে?’

নোটিশের পোস্ট।সোমবার পোস্ট দেওয়ার সঙ্গে সেই নোটিশের কপিটিও পোস্ট দিয়েছেন বোল্ট। তার কথা, ‘আমি আজ কীভাবে ডোপ টেস্ট করবো? আমি এখনও পেশাদার ফুটবলার নই, সত্যিই।’

বোল্ট এ নিয়ে প্রশ্ন ছুঁড়তেই পারেন। তবে কাগজে কলমে বোল্ট ‘এ’ লিগ ক্লাব সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের নিবন্ধিত একজন ফুটবলার। এ কারণেই তাকে নিয়ে নিয়ম রক্ষার ব্যাপারে বেশ তটস্থ অস্ট্রেলিয়ার অ্যান্টি ডোপিং সংস্থা।–বিবিসি।